টিআরপি-র নিরিখে এই সপ্তাহের দ্বিতীয়স্থানে রয়েছে এই ধারাবাহিক ৷ জনপ্রিয়তা ধরে রাখতে তাই চেষ্টার কসুর করেন না সিরিয়ালের কলাকুশীলবরা ৷ এদিনও টানা শ্যুটিং চলছিল রাসমণিরর সেটে ৷ সকলেই যে যাঁর কাজ করছেন মন দিয়ে ৷ ওই সময় রানির জামাই মথুরবাবুর একটি দৃশ্যের শ্যুটিং চলছিল ৷ হঠাৎই সেটে প্রচণ্ড হাওয়া ৷ দমকা ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল সবকিছু ৷ ফুলের সাজ গেল ছিন্নভিন্ন হয়ে ৷ মথুরবাবুর সাজগোজও প্রায় নষ্ট ৷
advertisement
আরও পড়ুন: দক্ষিণেশ্বরে গেলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া, তারপর কী হল ? দেখুন ভিডিও
ভাববেন না আবার বাইরের দুর্যোগ ফাঁক তালে ঢুকে পড়েছে স্টুডিওর মধ্যে ৷ সে রকমটা একেবারেই নয় ৷ আসলে চিত্রনাট্য অনুযায়ী এই দুর্যোগ কৃত্রিম ভাবে তৈরি করা ৷ কিছুদিন ধরেই টিভি-র পর্দায় ‘রানি রাসমণি’ ধারাবাহিকে ভূমিকম্পের প্রোমো দেখানো হচ্ছে ৷ আসলে এদিন সেই দৃশ্যেরই শ্যুটিং চলছিল সেটে ৷ ফলে কৃত্রিমভাবে হাওয়া চালিয়ে ওই সময়ের দৃশ্য শ্যুট করা হয় ৷
শ্যুটিংয়ের সময়ের সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গৌরব চট্টোপাধ্যায় অর্থাৎ ধারাবাহিকের মথুরবাবু ৷