চলতি মাসের শুরুতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। তার কিছু দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন ওড়িশি নৃত্যশিল্পী ডোনা। তাঁর শরীরে র্যাশ দেখা যায়। এর পরই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করালে ডোনার চিকুনগুনিয়া ধরা পড়ে। নবমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
কিন্তু নাচ যে তাঁর প্রাণশক্তি। আর তাতেই ভর করে স্টার জলসার মঞ্চে পা রাখলেন তিনি। লাল শাড়ি, কালাও ব্লাউজে ঝলমলে তারকা। নিজেও নাচ করবেন ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে। প্রতিযোগীদের সঙ্গে পা মিলিয়ে। তাঁর সঙ্গে থাকবেন বিচারক রুক্মিণী মৈত্র, মনামী ঘোষ এবং দেব। আগামী শনি ও রবির অপেক্ষায় নৃত্যপ্রেমীরা।
শুধু তা-ই নয়, ভাসান নাচ দেখে সৌরভের কথা মনে পড়ে যায় ডোনার। তিনি বলেন, ''ভাসান ডান্স হচ্ছে বাঙালির প্যাশন। মহারাজদাও খুব ভাল পারে। যখনই খুব আনন্দিত হয়, তখনই নাচতে শুরু করে দেয়।''
আরও পড়ুন: পুজো কার্নিভালে বিশেষ পারদর্শিতা দলের, রাজ্যের তরফে পুরস্কার ডোনা গঙ্গোপাধ্যায়কে
আরও পড়ুন: পুজোর কার্নিভালের প্রস্তুতিতে ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রবেশে নিষেধ
ডোনার স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ও রিয়্যালিটি শো-এর মঞ্চের 'মহারাজা'! জি বাংলায় 'দাদাগিরি'-র সঞ্চালক হিসেবে মানুষের প্রবল ভালবাসা পেয়েছেন তিনি। এবার রিয়্যালিটি শো-এর মঞ্চে দেখা যাবে তাঁর স্ত্রীকে।