TRENDING:

Dolly Sohi Passes Away: বোন আমনদীপের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেললেন ডলি ! সোহি বোনেদের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার

Last Updated:

Jhanak Star Dolly Sohi Passes Away : দুই জনপ্রিয় টেলি-অভিনেত্রীর এই মর্মান্তিক প্রয়াণের খবর সুনিশ্চিত করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার ইটাইমস টিভির তরফ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কিছু দিন আগেই যখন এক অভিনেত্রী সার্ভিক্যাল ক্যানসারে তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে ফের উঠে এসেছিলেন খবরের শিরোনামে, তখন তার তীব্র প্রতিবাদ করেছিলেন ওই একই অসুখে আক্রান্ত জনপ্রিয় টেলি-অভিনেত্রী ডলি সোহি। অচিরেই যে তাঁর মৃত্যুসংবাদ আসবে, এ কথা তখন কল্পনাও করে উঠতে পারেননি ভক্তেরা।
প্রয়াত ডলি সোহি
প্রয়াত ডলি সোহি
advertisement

ডলি সোহির সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যু মর্মান্তিক তো বটেই, কিন্তু একই সঙ্গে তাঁর অকালপ্রয়াণ শোকে বিমূঢ় করেছে ভক্ত এবং পরিবারকে। কেন না, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও এক টেলি-অভিনেত্রীর পৃথিবী ছেড়ে চলে যাওয়া। তিনি আর কেউই নন, ডলি সোহিরই বোন আমনদীপ সোহি।

আরও পড়ুন– মালাবদলের পরই ঘরে ঢুকলেন কনে, পিছু পিছু গেলেন বর, কাঁদতে কাঁদতে নববধূকে বেরোতে দেখে হুলস্থূল, বর করেছিলেন কী?

advertisement

দুই জনপ্রিয় টেলি-অভিনেত্রীর এই মর্মান্তিক প্রয়াণের খবর সুনিশ্চিত করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার ইটাইমস টিভির পক্ষ থেকে। এ ছাড়া ডলি এবং আমনদীপের ভাই মনু সোহিও একই কথা বলেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে।

“আমাদের প্রিয় ডলি যাত্রা করেছে পরলোকের উদ্দেশে। আমরা একই সঙ্গে স্তম্ভিত এবং শোকগ্রস্ত। আজ বিকেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে”, জানানো হয়েছে ডলির পরিবারের তরফে এক বিবৃতিতে।

advertisement

আরও পড়ুন– বঙ্গ বিজেপির হাতিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য, লোকসভা ভোটে পদ্মের বিশেষ নজরে মহিলা ভোটব্যাঙ্ক

আমনদীপ সোহি আক্রান্ত ছিলেন জন্ডিসে। ‘বদতমিজ দিল’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ৭ মার্চ, ২০২৪ তারিখ, বৃহস্পতিবারে। ভাই মনু জানিয়েছেন, “আমনদীপের মৃত্যুর খবর সত্য, ওর শরীর আর নিতে পারেনি। আমরা এতটাই শোকাভিভূত যে ঠিক কী ঘটেছে তা চিকিৎসককে এখনও জিজ্ঞাসা করে উঠতে পারিনি”।

advertisement

অন্য দিকে, ডলি সোহির মৃত্যুর খবর নিয়েও মুখ খুলেছেন মনু। জানিয়েছেন, ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তবে, চিকিৎসাধীন থাকার পরামর্শ দেওয়ায় তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। জানানো হয়েছে যে বোন আমনদীপের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই ডলিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত বছরের নভেম্বরে ডলির সার্ভিক্যাল ক্যানসার ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার আবেদন করেছিলেন ডলি। অভিনেত্রী বলেছিলেন, ‘প্রার্থনার শক্তি অলৌকিতার চেয়ে কম নয়’। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের উদ্দেশ্যে প্রণামের ইমোজিও পোস্ট করেছিলেন ডলি।

advertisement

সম্প্রতি ডলি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এখন রেডিয়েশন থেরাপি চলছে’।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত মাসেই ডলি জানিয়েছিলেন জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল টিভি সিরিয়াল ‘ঝনক’-এ। ডলি এই সিরিয়ালে সৃষ্টি মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে মাঝপথেই সিরিয়াল ছাড়তে বাধ্য হন তিনি। ‘ভাবি’, ‘কলস’ ‘মেরি আশিকি তুম সে হি’, ‘খুব লড়ি মর্দানি… ‘ঝাঁসি কি রানি’-র মতো অনেক সিরিয়ালে ডলির কাজ প্রশংসিত হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dolly Sohi Passes Away: বোন আমনদীপের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেললেন ডলি ! সোহি বোনেদের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল