সম্প্রতি লন্ডনে সিটাডেল -এর প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট৷ যেখানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামী তারকারা৷ শো-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সামান্থা রুথ প্রভু৷ কালো রঙের পোশাকে গর্জিয়াস লুকে ধরা দিয়েছিলেন সামান্থা৷ কো-অর্ড সেটের পোশাকের ফাঁক দিয়ে পাঁজরে ট্যাটু জ্বলজ্বল করছে৷ যা সকলেরই নজর কেড়েছে৷ পোশাকের ফাঁক দিয়ে ট্যাটু বেরিয়ে আসতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী৷ পাঁজরে প্রাক্তন স্বামী নাগার ট্যাটু এখন রয়ে গেছে সামান্থার, যা নিয়েই চর্চা তুঙ্গে৷
advertisement
আরও পড়ুন-চোখের ইশারায় সর্বনাশ! একমুহূর্তে রাতের ঘুম কেড়ে নিলেন ঋতাভরী, ভিডিও না দেখলেই বড় মিস
আরও পড়ুন-এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
বিচ্ছেদের দুই বছর পার হয়ে গেলেও এখনও পুরোনো স্মৃতি বয়ে বেরাচ্ছেন নায়িকা৷ তবে কি প্রাক্তনকে এখনও ভুলতে পারছেন না নায়িকা৷ এই কারণেই কি পুরোনো স্মৃতি আগলে রেখেছেন সামান্থা৷ যদিও এর কোনও উত্তর জানা যায় নি৷ নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে থাকাকালীন বুকের পাঁজরের কাছে চৈ নামে ট্যাটুটি করেছিলেন সামান্থা৷ এই ট্যাটুটি এখনও মোছেননি অভিনেত্রী৷ পোশাকের ফাঁক দিয়ে ট্যাটু দেখেই নয়া জল্পনা শুরু হয়েছে৷ উল্লেখ্য, সিটাডেল ছবির ভারতীয় সংস্করণে অভিনয় করছেন সামান্থা৷ যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে৷ এই সিরিজেরই আন্তর্জাতিক সংস্করণেই প্রিয়ঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেনকে প্রধান চরিত্রে দেখা যাবে৷ ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে প্রিয়ঙ্কার এই শো৷