ছবিতে যাঁর বাহুবন্ধনে তিতাসকে দেখা যাচ্ছে, তাঁর নাম, স্নেহাশিস দাস। তাঁর পেশা সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। তিতাসের প্রাক্তন স্বামী সমদর্শীও টলিউডের অভিনেতা। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু চার বছরের দাম্পত্য জীবন কাটানোর পরে আর এক ছাদের তলায় থাকতে পারেননি তাঁরা।
আরও পড়ুন: নতুনদের টেক্কা, পার্টি কাঁপালেন সেই 'পুরনো দিনের' নায়িকারা, ছবিতে দেখুন
advertisement
তিতাসের এক বন্ধুকে যোগাযোগ করেছিল নিউজ১৮ বাংলা। তাঁর কথায় জানা যায়, তিতাস তাঁর বিয়ের সম্পর্কে এখনই খুব বেশি কাউকে জানাতে চাইছেন না। তাই আপাতত কেবল একটিই ছবি পোস্ট করেছেন। কিন্তু বন্ধুর দাবি, তাঁরা দিল্লিতে বিয়ে করেছেন। তিতাসের স্থায়ী ঠিকানাও আপাতত দিল্লিতেই। যদিও তিতাসকে বহু বার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রশ্ন জাগে, তিনি কি তবে অভিনয় ছেড়ে দিলেন? শেষ বার 'কোড়া পাখি' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।