TRENDING:

গাঁজাকে ক্ষতিকারক ড্রাগসের সঙ্গে তুলনা করায়, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ রিচা চড্ডার !

Last Updated:

মারিজুয়ানাকে ড্রাগসের সঙ্গে তুলনা করেন রিয়া। আর এই বক্তব্যেই ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের আর এক অভিনেত্রী রিচা চড্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর সকলেই অভিযোগের আঙুল তুলেছেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। সিবিআই পর পর দু'দিন রিয়াকে জেরা করে। ফের ডাকা হতে পারে অভিনেত্রীকে। রিয়া শুধু সিবিআইকে নয় বিভিন্ন চ্যানেলেও খোলাখোলি সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে নানা তথ্য সামনে এনেছেন।
advertisement

কয়েক দিন আগেই রিয়া একটি সাক্ষাৎকারে বলেন, " সুশান্ত 'কেদারনাথ' ছবির শ্যুটিং থেকেই মারিজুয়ানা সেবন করতেন।" মারিজুয়ানাকে ড্রাগসের সঙ্গে তুলনা করেন রিয়া। আর এই বক্তব্যেই ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের আর এক অভিনেত্রী রিচা চড্ডা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তিনি ট্যুইটারে একটি পোস্ট লেখেন, "যখন সারা বিশ্ব মারিজুয়ানা বা গাঁজার স্বাস্থ্যগুন মানছে, সেখানে আমাদের দেশের কিছু মানুষ গাঁজাকে ড্রাগসের সঙ্গে তুলনা করছেন। মারিজুয়ানা বা গাঁজা আমাদের দেশের প্রাচীন সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে। এটা কখনই ড্রাগস নয়। ভগবান শিবের পুজোতেও ব্যবহার করা হয়। হলি ও শিবপুজোতেও ব্যবহার করা হয় গাঁজা।" এই ট্যুইট তিনি শেয়ার করেন। এর পরই সকলে রিচাকে সমর্থনও করেন। তবে অতিরিক্ত মাত্রায় গাঁজা সেবন কখনই ভাল হতে পারে না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
গাঁজাকে ক্ষতিকারক ড্রাগসের সঙ্গে তুলনা করায়, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ রিচা চড্ডার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল