দিব্যা এই প্রসঙ্গে বলেন, “আমি বরুণকে ছেড়ে চলে আসছি তাই ও খুব হতাশ হয়ে পড়েছিল। কিন্তু তার সঙ্গে ও খুব খুশি ছিল। কারণ এবছর তাঁর কাজ একপ্রকার শেষ। এখন আমার সুযোগ। আমরা দুজনে নিজেদের কাজ নিয়ে খুব আগ্রহী। আমরা একে অপরকে ভীষণ সাহায্য করি। আমার উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ও যেটা বলেছে আমি শুধুমাত্র সেটাই করতে চলেছি।”
advertisement
MTV এস অফ স্পেশ সিজন ১ (MTV Ace of Space season 1)-এর বিজয়ী ছিলেন দিব্যা। রাগিনী এমএমএস : রিটার্নস (Ragini MMS : Returns)- ওয়েব সিরিজে তিনি প্রথম অভিনয় করেন। রোডিজ : রিয়েল হিরোজ (Roadies: Real Heroes) এবং MTV এস দ্য কোয়ারিন্টিন (MTV Ace the Quarantine) সিরিজের সঞ্চালনা করেন তিনি। পাশাপাশি বিগ বস সিজন ১১-তেও তাঁকে গেস্ট হিসেবে দেখা গিয়েছিল। সেই পর্বে তিনি জানিয়েছিলেন তাঁর সঙ্গে সেইসময়ের বয়ফ্রেন্ড প্রিয়াঙ্ক শর্মার (Priyank Sharma) সঙ্গে তাঁর ব্রেক আপ হয়ে গিয়েছিল।
জনসমক্ষে একাধিকবার দিব্যার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি মনে করি আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো। আমি কখনও কারোর কাছ থেকে কিছু লুকাইনি। আমি খুব সোজাসুজি কথা বলতে ভালোবাসি এবং এটাতে অবাক হওয়ার মতো কিছু নেই।”
২৪ ঘণ্টা লাইভ দেখানো প্রসঙ্গে তিনি বলেন, “আমি ক্যামেরার জন্যই বেঁচে থাকি। আমি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি।”