দীতিপ্রিয়া এখন সবার মনের মণিকোঠায় বিরাজ করছে ৷ এই তো কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই অভিনেত্রী ৷ শ্যুটিং আর পড়াশোনা দুটোই সমানতালে ব্যালান্স করেছে সে ৷ মাধ্যমিকের রেজাল্ট বেরতেই হাতেনাতে তার প্রমাণ মিলেছে ৷ শ্যুটিং আর জীবন দুটোকে সমানভাবে সামলে চলতে পারাটাই তো আসল ৷
শ্যুটিংয়ের এতোটা চাপ ৷ সে চাপ কাটাতে মজায় থাকতে হবে ৷ থাকতে হবে ভালবাসায় ৷ এবার সামনে এল দীতিপ্রিয়ার ভালবাসার মানুষটির ছবি ৷ যে নাকি তার বিশেষ বন্ধুও বটে ৷ কী ঘাবড়ে গেলেন নাকি ? না না এখানে কথা হচ্ছে দীতিপ্রিয়ার পিসতুতো দিদি অগ্নিমিতা দামের৷ যাঁর ডাক নাম নিমি ৷ আর অগ্নিমিতার সঙ্গেই দীতিপ্রিয়া গতকাল একটি ঘুরতে বেরিয়েছিলেন ৷ আর সেখানে গিয়েই দু’জনে মিলে বোলিংও খেলেন ৷ এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন দীতিপ্রিয়া ৷ যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘‘দিদির থেকে ভাল বন্ধু হয় না ৷ আর তোমার মতো দিদি কেউ নেই ৷ তোমায় খুব ভালোবাসি নিমি ৷’’
advertisement
দীতিপ্রিয়া ফোনে জানায়,‘‘সত্যি ও আমার দিদি হতে পারে ৷ কিন্তু ও আমার সবথেকে ভাল বন্ধু ৷’’