পরিচালক শুভ্রজিৎ মিত্র’র হাত ধরে আসছে সে ৷ ছবির নাম ‘অভিযাত্রিক’৷ বিভূতিভূষণের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি পৃথিবী বিখ্যাত। দেশ-বিদেশের বহু সিনেপ্রেমীর কাছে এই ছবিগুলির আবেদন আজও অমোঘ। সেই বিখ্যাত কাহিনির পরবর্তী অংশ নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ভাগ নিয়ে তৈরি হবে ছবি। নাম রাখা হয়েছে ‘অভিযাত্রিক’। ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক মূলত উপন্যাসকে ধরেই এগোবেন।
advertisement
আর এই ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া রায় ৷ ‘করুণাময়ী রানি রাসমণি’ধারাবাহিকের মূল অভিনেত্রী দিতিপ্রিয়া এ বার ‘অপর্ণা’র চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ এ বার বড় পর্দায় দিতিপ্রিয়া কেমন অনুভূতি জানতে চাওয়ায় দিতিপ্রিয়া বলল, ‘‘আমি খুব খুশি ৷ অনেকদিন ধরেই শুভ্রজিৎ দা’র সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল ৷ আজ এই ঘোষণার পর আমি সত্যিই বেজায় খুশি ৷’’
ছোটপর্দা থেকে এ বার বড় পর্দার জার্নি কতটা চ্যালেঞ্জিং? দিতিপ্রিয়ার স্পষ্ট জবাব,‘‘আমি এতদিন ধারাবাহিকে অভিনয় করেছি ৷ সবাই আমায় খুব আশীর্বাদ দিয়েছেন ৷ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সময় ৷ আমি চেষ্টা করব আমার একশো শতাংশ দেওয়ার ৷ এত বড় একটা চরিত্রে অভিনয় করা তো আর চাড্ডিখানি কথা নয় ৷’’ খুশি ঝড়ে পড়ল দিতিপ্রিয়ার গলায় ৷