নতুন সম্পর্কের গুঞ্জন উস্কে দিয়েছেন দিশা নিজেই। মঙ্গলবার কার্তিক আরিয়ানের জন্মদিনে নতুন বন্ধুকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। অভিনেত্রীর এই বন্ধুটির নাম আলেকজান্ডার ইলিক।
পাপারাৎজির ক্যামেরা দেখেও লুকোছাপা ছিল না বিশেষ। বন্ধুর হাতে হাত রেখেই লেন্সবন্দি হলেন দিশা। দু'জনের পোশাকেই রং-মিলান্তি। সারা ক্ষণ অভিনেত্রীর সঙ্গেই ছিলেন আলেকজান্ডার। ভিড়ে আগলে রাখছিলেন তাঁকে। গুঞ্জন, এই ব্যক্তিকেই মন দিয়েছেন টাইগারের 'প্রাক্তন'। অভিনেত্রী অবশ্য এ বিষয়ে স্পিকটি নট।
আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের
টাইগারের সঙ্গে বেশ কিছু বছর ধরে সম্পর্কে ছিলেন দিশা। কয়েক মাস আগেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চাউর। প্রেম বা বিচ্ছেদ নিয়ে অবশ্য আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন দুই তারকা। তবে দিশার জীবনের নতুন মানুষটি নিয়ে ইতিমধ্যেই চর্চা কিছু কম নয়।