এই ‘ভটভটি’ নিজের মগজেই অনবরত লিখে ফেলে নানা গল্প ৷ যে গল্প বাস্তব থেকে দূরে হলেও, ভটভটির কাছে সেটাই রিয়েল ! ঠিক যেমন এক জলপরী, আরেক রাজকন্যা !
এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ ছবির নাম ‘ভটভটি’ ৷ যে ছবিতে দেখা যাবে এক ঝাঁক তারকার ৷ অভিনয়ে রয়েছেন দীপঙ্কর দে, মমতা শংকর, রজতাভ দত্ত, দেবলিনা দত্ত মুখোপাধ্যায়, লিমা হালদার, তথাগত মুখোপাধ্যায় আর অনেকে ৷
advertisement
তবে এখানেই রয়েছে কাহিনিতে ট্যুইস্ট ! তথাগত মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরেই টলিউডে আসতে চলেছে একেবারে নতুন জুটি ! কারা সেই নতুন অভিনেতা-অভিনেত্রী? এটা আপাতত বড় সাসপেন্স ৷ আগামী ২৩ অগাস্ট সাংবাদিক বৈঠকের মধ্যেই দিয়েই সবার সামনে আত্মপ্রকাশ করবেন এই নতুন তারকা ৷ যাদের হাত ধরেই ছুটবে তথাগত-র ‘ভটভটি’ !
ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছে ময়ূখ ভৌমিক ৷ গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ৷ সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে প্রতীপ মুখোপাধ্যায় ৷ সম্পাদনার দায়িত্বে অমির মণ্ডল ৷ ছবিটি তৈরি হচ্ছে প্রমোদ ফিল্মস ও পিএসএস এন্টারটেনমেন্ট-এর ব্যানারে ৷