নিউজ18 বাংলাকে ললিতা রায় জানালেন, ভাইরাল জ্বরে ভুগছেন সন্দীপ রায়। আজই তাঁরা কলকাতা ফিরে আসছেন। দু-তিন দিনের শ্যুটিং বাকি রয়েছে। কিন্তু শরীর খারাপ নিয়ে কাজ সেরে ফেলতে চান না তিনি। তাই পরে আবার চেন্নাই গিয়ে বাকিটুকু শেষ করা হবে বলেই জানালেন সন্দীপ রায়ের স্ত্রী।
ললিতা রায় বলেন, ‘‘এই মুহূর্তে অনেক ভাল আছে আগের থেকে। তবে খুবই দুর্বল এখনও। সমস্ত মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এটি কেবল ভাইরাল জ্বর। কিন্তু তাতে তো খুবই দুর্বলতা থাকে। দু’দিন ধরে চলছে এমন।’’
advertisement
আরও পড়ুন: এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন
‘হত্যাপুরী’র পর এবার ‘নয়ন রহস্য’। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের আরও একটি নতুন গল্পে প্রদোষ মিত্তিরের রূপে দেখা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হবে আয়ূষ দাস এবং জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ। ‘হত্যাপুরী’র কাস্ট নিয়েই কাজ শুরু হয়েছিল। সন্দীপের স্ত্রী ললিতা রায় এই ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ তাঁর বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর।
দিন কয়েক আগে কলাকুশলীরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে বোঝা গিয়েছিল, তাঁরা শ্যুটিংয়ে যাচ্ছেন চেন্নাইয়ে। তারই মধ্যে সন্দীপ রায় অসুস্থ হওয়ায় খানিকটা কাজ ফেলে রেখেই চলে আসতে হল কলকাতায়।