নিউজ18 বাংলাকে প্রেমেন্দু বললেন, ''অত্যাধুনিক ব্যবস্থাপনা! খুব সুবিধা হয়েছে বারুইপুরে কাজ করে। সে আলোর দিক থেকে হোক, আবহর দিক থেকে বা অন্য যে কোনও কিছু। আনি বলব, যাঁরা শ্যুটিংয়ের জন্য জায়গা খুঁজছেন, এই স্টুডিওতে চলে আসুন। শ্যুটিংয়ের প্রকৃত এবং উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে এখানে।''
advertisement
'চাপলেস চ্যাম্পিয়ন' নামে একটি নন-ফিকশন রিয়্যালিটি শো-এর শ্যুটিং করেছেন প্রেমেন্দু। তিনিই প্রথম ক্যামেরা পেতেছেন টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সে। গত ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত টানা শ্যুট চলেছে শ্যুটিংয়ের সেরা ঠিকানা’-এ।
বারুইপুরের টং তলায় সরকারের উদ্যোগে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি নির্মিত এই স্টুডিও। তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় পূর্বভারতের প্রথম কমপ্লেক্স তৈরি সম্ভব হয়েছে।
চলচ্চিত্রের ছাত্রছাত্রীদের জন্য এই কমপ্লেক্সে বিশেষ সুবিধা রয়েছে। খাওয়া-দাওয়া, থাকার জন্য রয়েছে ক্যান্টিন এবং হোস্টেল। মোট চারটি স্টুডিয়ো রয়েছে এই কমপ্লেক্সে। ওখানে বসে বিশাল বিশাল সেট তৈরি করার জন্য খোলা মাঠের ব্যবস্থা করা হয়েছে।