হোম /খবর /বিনোদন /
দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, রামগোপাল বর্মার বিরুদ্ধে FIR বিজেপি-র

Ram Gopal Varma booked: রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, রামগোপাল বর্মার বিরুদ্ধে FIR বিজেপি-র

ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফের বিপাকে চলচ্চিত্র নির্মাতা রামগোপাল বর্মা। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে 'অপমানজনক' মন্তব্যর অভিযোগে রাম গোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি। শুক্রবার তেলাঙ্গানা বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে। তেলাঙ্গানার প্রবীন বিজেপি নেতা জি নারায়ণ রেড্ডি রাম গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লড়বেন বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে। এরপরই ২২ জুন রাম গোপাল বর্মা ট্যুইট করেন, '' যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তবে পাণ্ডব কারা? এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কৌরব কারা?'' এই ট্যুইটটি ঘিরেই শুরু হয় বিতর্ক।! প্রথমে পরিচালকের বিরুদ্ধে হায়দরাবাদে একটি অভিযোগ দায়ের করা হয়, এরপর দ্রৌপদী মুর্মু-কে 'অপমান'-এর অভিযোগে রাম গোপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

বিজেপি নেতা দাবি করেছেন, পুলিশের উচিত এসসি/এসটি আইনের অধীনে মামলা নথিভুক্ত করা এবং রাম গোপাল বর্মার কঠোর শাস্তি দেওয়া। চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতার কথায়, “ওই ট্যুইটে পরিচালক তফসিলি-উপজাতি সম্প্রদায়কে অসম্মান করেছেন। যদি পাণ্ডব, কৌরব ও দ্রৌপদীর (Droupadi Murmu) নাম আলাদা ভাবে উল্লেখ করতেন, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে দ্রৌপদীকে রাষ্ট্রপতি সম্বোধনও করেছেন পরিচালক। আমাদের মতো গেরুয়া শিবিরের কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।” গুডুর নারায়ণ রেড্ডি জানান, এই ঘটনায় রামগোপাল ভর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছে পুলিশ। তাঁর কথায়, “পুলিশ উপযুক্ত পদক্ষেপ করলে আশা করি, ভবিষ্যতে রামগোপাল আর এমন টুইট করবেন না।”

প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Ram Gopal Varma