সোমবার নিজের ইন্সটাগ্রাম থেকে একটি পোস্ট শেয়ার করেন পরিচালক। যাতে তার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ছবির ক্যাপশনে লেখা, “এবার তাহলে এক নতুন পদে রান্না করা যাক”। তবে কি এই ছবির মধ্য দিয়েই নতুন কাজের আভাস দিলেন পরিচালক? এই নিয়েই জোড় গুঞ্জন শুরু হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন: এই ৫ ফলেই হুড়মুড়িয়ে কমবে ওজন! ডায়েট ছাড়াই থাকবেন মেদহীন, জেনে নিন
advertisement
পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের ‘দোস্তোজি’ মন কেড়ে নিয়েছিল দেশ বিদেশের দর্শকদের। অন্যদিকে ভারতেও কম জনপ্রিয় নয় ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘তাগদির’ এর পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেতা। তারপর ‘কারাগার’ ওয়েব সিরিজেও নজর কাড়ে চঞ্চলের অভিনয়। ‘হাওয়া’ দেখতে রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘পদাতিক’ ছবিতেও মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
এবার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখতেই রীতিমতো উৎসাহের ঝড় উঠেছে সিনেপ্রেমীদের। তবে এ গুঞ্জনে এখনও শীলমোহর দেননি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। তিনি জানান, ” ইট্স টু আর্লি টু সে, এখন কিছুই বলতে পারছি না। এটা বলতে পারি চঞ্চল চৌধুরী আমার খুবই প্রিয় অভিনেতা। এখন আমরা দুজনেই নিউ ইওর্কে। এক সঙ্গে কাজ হতেও পারে নাও হতে পারে। দেখা যাক… “
আরও পড়ুন: অনিদ্রা ঘোচাবে এই ঘরোয়া উপাদানের চা! মাতৃত্বের সমস্যাতেও কাজ করবে জাদুর মতো
‘দোস্তোজী’র আকাশ ছোঁয়া সাফল্যের পর। পরিচালকের নতুন ছবি কবে আসবে, সেই নিয়ে উদ্বেগ কম নেই সিনেপ্রেমীদের মধ্যে। তারমধ্যেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার সঙ্গে এক ফ্রেমে ছবি দেখে নতুন কোনও চমকের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।