দুজনেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সারা বছর কাজে ব্যস্ত থাকেন তাঁরা। তাই হাতে একটু ফাঁকা সময় পেতেই হাঁটা দিয়েছেন পাহাড়ের পথে। আর সেই পথে চলার ফাঁকেই একে অন্যকে ভরে দিয়েছেন ভালবাসায়, তেমনই একটি আদুরে ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিরসা।
আরও পড়ুন: ‘গদর ২’-এর সাফল্যের পরই চরম সঙ্কটে সানি দেওল! ৫৫ কোটির জন্য নিলামে উঠবে অভিনেতার বাংলো!
advertisement
সেই ঘনিষ্ট মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক ক্যাপশনে লেখেন “ও যে মানে না মানা।” তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এ এই রবীন্দ্র সঙ্গীতেই প্রেমের জোয়ারে ভাসতে দেখা গিয়েছে ব্যোমকেশ-সত্যবতীকে। সেই নস্টালজিয়াই যেনো উস্কে দিলেন বিরসা।
আরও পড়ুন: ‘বিগ বস’ করেই কোটি কোটি আয়! এই তারকার ‘না’-ই আরও ধনী করে সলমনকে
ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল। কয়েক ঘণ্টাতেই ২০০০-এর বেশি লাইক, অজস্র কমেন্ট। অনেকে যেমন তাঁদের প্রেমের এই উৎযাপন দেখে খুশি হয়েছেন অন্য দিকে থেকে বেশ কিছু বিরূপ মন্তব্যও ধেয়ে এসেছে। একজন লিখেছেন, ‘এটা কি যাদবপুর?’ আবার কারও মন্তব্য, ‘ডিরেক্টরদের কত কিছু করে শেখাতে হয় নতুনদের।’ আবার কেউ ঋদ্ধি-সুরঙ্গনার ছবির প্রসঙ্গ টেনে বলেন ‘কি অবস্থা! ঋদ্ধি-সুরঙ্গনাকে ভাল লেগেছিল, ওদের সময়ে এরম পোস্ট ঠিক আছে। আপনাদের বেমানান লাগছে।’
কোন মন্তব্যেরই কোনও উত্তর দেননি তাঁরা। আপাতত তাঁরা পাহাড়ে ঘোরা উপভোগ করছেন। বিদীপ্তাকে বর্তমানে ‘তুঁতে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। অন্যদিকে বিরসা পরবর্তীতে কী করবেন সে বিষয়টি অবশ্য ধোঁয়াশায় রেখেছেন তিনি।