Sunny Deol: 'গদর ২'-এর সাফল্যের পরই চরম সঙ্কটে সানি দেওল! ৫৫ কোটির জন্য নিলামে উঠবে অভিনেতার বাংলো!
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের দেওয়া নোটিশ অনুসারে জুহুতে সানি দেওলের বাংলো 'সানি ভিলা' ব্যাঙ্ককে বকেয়া টাকা শোধ দিতে না পারার জন্য চলতি বছরের সেপ্টেম্বরের ২৫ তারিখে ই-নিলাম হবে।
সানি দেওলের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘গদর ২’ ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ ভাবে সাড়া ফেলেছেন। ‘গদর’-এর নস্টালজিয়া মগ্ন অভিনেতার অনুরাগীরা। কিন্তু এত খুশির মধ্যেও অভিনেতার জীবনে উঠেছে সমস্যার ঝড়। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাঙ্কের দেওয়া নোটিশ অনুসারে জুহুতে সানি দেওলের বাংলো ‘সানি ভিলা’ ব্যাঙ্ককে বকেয়া টাকা শোধ দিতে না পারার জন্য চলতি বছরের সেপ্টেম্বরের ২৫ তারিখে ই-নিলাম হবে।
ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, অজয় সিং দেওল ওরফে সানি দেওল ব্যাঙ্ক থেকে ৫৫,৯৯,৮০,৭৬৬.৩৩ টাকা ধার নিয়েছিলেন। এ মামলায় তিনি জামিনদারও ছিলেন। ব্যাঙ্ক উল্লেখ করেছে যে তাঁর থেকে পাওনা ৫৫.৯৯ কোটি টাকা পুনরুদ্ধার করতে তাঁর সম্পত্তি নিলাম করা হবে।
advertisement
advertisement
অভিনেতার বাংলো থেকেই তাঁর ব্যবসা পরিচালনা করেন। বাংলোতে রয়েছে ‘সানি সুপার সাউন্ড’ যা আসলে অভিনেতার অফিস, একটি প্রিভিউ থিয়েটার এবং দুটি পোস্ট-প্রোডাকশন স্যুট। এই অফিসটি ৮০-এর দশকের শেষের দিকে তৈরি হয়েছিল।
advertisement
নিয়ম অনুসারে, ব্যাঙ্ক জেলা শাসকের অনুমোদন পাওয়ার পরেই ক্রেতা সম্পত্তির প্রকৃত দখল পাবেন। ভার্চুয়াল নিলামের সময়, যে সর্বোচ্চ দাম দিতে রাজি থাকবেন, তিনি বাংলোটির প্রতীকী দখল পাবেন। ডিএমের কাছ থেকে অনুমোদনের পরই, তিনি প্রকৃত মালিকানা পাবেন। এই প্রক্রিয়াটি হতে কয়েক মাস থেকে বছর পর্যন্ত সময় লাগতে।
রিপোর্ট অনুযায়ী, অভিনেতা স্টুডিও বন্ধক রেখে ‘ঘায়েল ওয়ান্স এগেইন’ (২০১৬)-এর জন্য টাকা ধার নিয়েছিলেন। যার থেকে ধার নিয়েছিলেন তাঁকে পরিশোধ করার জন্য, তিনি নিজের সম্পত্তি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহান্তে ‘গদর ২’ বক্স অফিসে দারুণ ভাবে সাড়া ফেলেছে। সানি দেওল অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙছে। শনিবার ‘গদর ২’ আরও একটি রেকর্ড ভেঙেছে। জানা গিয়েছে যে ছবিটি ভারতীয় মুদ্রায় ৩১.০৭ কোটি টাকা সংগ্রহ করেছে এবং ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 7:33 PM IST