advertisement
দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় তাঁর। ময়না তদন্তের পর মুম্বই নিয়ে যাওয়া হবে দেহ। ৯ মার্চ সকাল বেলা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ দিলেন। অভিনেতা লিখলেন, 'জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।'
কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি 'এমার্জেন্সি'তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। কঙ্গনা ৯ মার্চ সকালে সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, 'ঘুম ভাঙল এরকম ভয়াবহ খবরে। তিনি আমাকে সবসময়ে উৎসাহ দিয়ে এসেছেন। সফল অভিনেতা, পরিচালক। সতীশ কৌশিকজি ব্যক্তি মানুষ হিসেবেও প্রচণ্ড অমায়িক ছিলেন। 'এমার্জেন্সি'তে ওঁকে নির্দেশনা দিতে ভাল লেগেছিল। তাঁর কথা মনে পড়বে। ওম শান্তি।'
আরও পড়ুন: বিশ্ববিখ্যাত ভাই, কিন্তু কেন আড়ালেই থাকেন শাহরুখের দিদি? চোখে জল আনবে কাহিনি
হোলির পরদিনই শোকের ছায়া বলিউডে। বৃহস্পতিবার গোটা বলিউডের ঘুম ভাঙছে খারাপ খবরে। মধুর ভান্ডারকার, নেহা ধুপিয়া প্রমুখ তারকাদের শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।