পরিবারই তাঁর কাছে সব কিছু। সুযোগ পেলেই সে কথা অনুরাগীদের মনে করিয়ে দেন শাহরুখ খান। অভিনেতার স্ত্রী এবং তিন সন্তানের কথা সকলেরই জানা। নানা সময়ে পাপারাৎজির লেন্সবন্দি হন তাঁরা। উঠে আসেন শিরোনামে। কিন্তু জানেন কি, শাহরুখের নিজের এক দিদিও রয়েছেন। তাঁর নাম শেহনাজ লালারুখ খান।