TRENDING:

Director Manu Death: প্রথম ছবি মুক্তির আগেই চিরবিদায়, মাত্র ৩১-এই প্রয়াত পরিচালক মানু! শোকে পাথর ইন্ডাস্ট্রি

Last Updated:

Director Manu Death: ২০০৪ সালে মানু প্রথম বার শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সাবু জেসম অভিনীত ‘আই অ্যাম কিউরিয়াস’-এ। তার পরে বড় হয়ে কন্নড় এবং মালয়ালাম ইন্ডাস্ট্রিতে নির্দেশনার কাজ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এরনাকুলাম: মাত্র ৩১ বছরে প্রয়াত পরিচালক। শোকে স্তব্ধ চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন মালয়ালাম নির্দেশক জোসেফ মানু জেমস। গত ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে মানুর। সূত্রের খবর, কেরলের এরনাকুলামের এক হাসপাতালে হেপাটাইটিসের চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার মানুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কোট্টায়ামের একটি চার্চে।
জোসেফ মানু জেমস
জোসেফ মানু জেমস
advertisement

পরিচালক হিসেবে প্রথমবার বড় পর্দায় পা রেখেছিলেন তিনি। ‘ন্যান্সি রানি’ ছবিটির কাজ শেষ। মুক্তির অপেক্ষা করছিলেন সকলে। তার আগেই হঠাৎ চলে গেলেন জোসেফ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকান।

আরও পড়ুন: বাঙালি অভিনেতাকে বিয়ের পর অভিনয় ত্যাগ, স্বামীর মৃত্যুর পর ২ সন্তান পালন সিঙ্গেল মাদারের, পর্দায় ফিরছেন শান্তি!

advertisement

আরও পড়ুন: জীবনে একাধিক প্রেম! ‘পেয়ার হোতা কয়িবার’ গান কি রণবীরের জন্যই লেখা? খোলসা নায়কের!

অহনা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই দুঃসংবাদ দিয়ে লিখেছেন, ‘শান্তিতে থেকো মানু, এটা ঠিক হল না।’ ছবির আর এক অভিনেতা আজু ভারগিস পরিচালকের ছবি পোস্ট করে লিখলেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই। প্রার্থনা করি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০০৪ সালে মানু প্রথম বার শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সাবু জেসম অভিনীত ‘আই অ্যাম কিউরিয়াস’-এ। তার পরে বড় হয়ে কন্নড় এবং মালয়ালাম ইন্ডাস্ট্রিতে নির্দেশনার কাজ করেছেন। কিন্তু নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিটিই দেখে যেতে পারলেন না।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Director Manu Death: প্রথম ছবি মুক্তির আগেই চিরবিদায়, মাত্র ৩১-এই প্রয়াত পরিচালক মানু! শোকে পাথর ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল