পরিচালক হিসেবে প্রথমবার বড় পর্দায় পা রেখেছিলেন তিনি। ‘ন্যান্সি রানি’ ছবিটির কাজ শেষ। মুক্তির অপেক্ষা করছিলেন সকলে। তার আগেই হঠাৎ চলে গেলেন জোসেফ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকান।
advertisement
আরও পড়ুন: জীবনে একাধিক প্রেম! ‘পেয়ার হোতা কয়িবার’ গান কি রণবীরের জন্যই লেখা? খোলসা নায়কের!
অহনা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই দুঃসংবাদ দিয়ে লিখেছেন, ‘শান্তিতে থেকো মানু, এটা ঠিক হল না।’ ছবির আর এক অভিনেতা আজু ভারগিস পরিচালকের ছবি পোস্ট করে লিখলেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই। প্রার্থনা করি।’
২০০৪ সালে মানু প্রথম বার শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সাবু জেসম অভিনীত ‘আই অ্যাম কিউরিয়াস’-এ। তার পরে বড় হয়ে কন্নড় এবং মালয়ালাম ইন্ডাস্ট্রিতে নির্দেশনার কাজ করেছেন। কিন্তু নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিটিই দেখে যেতে পারলেন না।