পর্দায় ‘রামায়ণ’কে নিখুঁত ভাবে তুলে ধরা মোটেই সহজ নয়। তবে সেই কাজটি বেশ ভাল ভাবেই করতে পেরেছেন পরিচালক ওম। বৃহত্তর ক্যানভাসে এই মহাকাব্যকে তুলে ধরা ঝুঁকিপূর্ণও বটে। তবে প্রাথমিক ভাবে দর্শকমহল থেকে ইতিবাচক সাড়াই মিলছে। যে ভিএফএক্স নিয়ে এক সময়ে একাধিক অভিযোগ উঠেছিল, সংশোধনের পর তা প্রশংসা পেয়েছে।
রামচন্দ্রের চরিত্রে দর্শকের মন জয় করেছেন প্রভাস। তাঁর পরিশীলিত অভিনয় পর্দায় বিশ্বাসযোগ্য। বাণিজ্যিক ছবিতে সিদ্ধহস্ত অভিনেতা পৌরাণিক গল্পেও একই রকম সাবলীল। জানকীর চরিত্রে কৃতীও মানানসই। তাঁর মার্জিত অভিনয় ছবিটিকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।
advertisement
আরও পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়
আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা
অন্য দিকে, রাবণের ভূমিকায় সইফকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্দায় নানা চরিত্রে বারবার তাক লাগিয়েছেন তিনি। তবে এ বার যেন দর্শককে কিছুটা নিরাশই করেছেন অভিনেতা।
প্রথমেই দর্শকমহলে সাড়া ফেলেছে ‘আদিপুরুষ’। সিংহভাগ দর্শকই এই ছবি নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। মনে করা হচ্ছে, বক্স অফিসে এই ছবির লক্ষ্মীলাভ বাঁধাধরা। তবে কি ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’-এর দৌড়ে সামিল হবে এই ছবি? এখন সেটাই দেখার।