TRENDING:

Adipurush Movie Review: 'রাম' প্রভাসে মাত জনতা, 'আদিপুরুষ'-এর নিখুঁত রামায়নে বিপুল চমক! রেকর্ড ভাঙবে?

Last Updated:

Adipurush Movie Public Review: পর্দায় 'রামায়ণ'কে নিখুঁত ভাবে তুলে ধরা মোটেই সহজ নয়। তবে সেই কাজটি বেশ ভাল ভাবেই করতে পেরেছেন পরিচালক ওম। বৃহত্তর ক্যানভাসে এই মহাকাব্যকে তুলে ধরা ঝুঁকিপূর্ণও বটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অপেক্ষার অবসান। অগুনতি বিতর্ক পেরিয়ে বড় পর্দায় মুক্তি পেল ‘আদিপুরুষ’। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর উপর আধারিত ওম রাউতের ছবি। রামচন্দ্রের ভূমিকায় প্রভাস, সীতা কৃতী স্যানন এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। ছবির অ্যানিমেশন নিয়ে প্রথমে প্রশ্ন উঠলেও পরবর্তীতে তা শুধরে নেন নির্মাতারা। দর্শকদের কতটা মনে ধরল এই ছবি?
advertisement

পর্দায় ‘রামায়ণ’কে নিখুঁত ভাবে তুলে ধরা মোটেই সহজ নয়। তবে সেই কাজটি বেশ ভাল ভাবেই করতে পেরেছেন পরিচালক ওম। বৃহত্তর ক্যানভাসে এই মহাকাব্যকে তুলে ধরা ঝুঁকিপূর্ণও বটে। তবে প্রাথমিক ভাবে দর্শকমহল থেকে ইতিবাচক সাড়াই মিলছে। যে ভিএফএক্স নিয়ে এক সময়ে একাধিক অভিযোগ উঠেছিল, সংশোধনের পর তা প্রশংসা পেয়েছে।

রামচন্দ্রের চরিত্রে দর্শকের মন জয় করেছেন প্রভাস। তাঁর পরিশীলিত অভিনয় পর্দায় বিশ্বাসযোগ্য। বাণিজ্যিক ছবিতে সিদ্ধহস্ত অভিনেতা পৌরাণিক গল্পেও একই রকম সাবলীল। জানকীর চরিত্রে কৃতীও মানানসই। তাঁর মার্জিত অভিনয় ছবিটিকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।

advertisement

আরও  পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়

আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা

অন্য দিকে, রাবণের ভূমিকায় সইফকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্দায় নানা চরিত্রে বারবার তাক লাগিয়েছেন তিনি। তবে এ বার যেন দর্শককে কিছুটা নিরাশই করেছেন অভিনেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথমেই দর্শকমহলে সাড়া ফেলেছে ‘আদিপুরুষ’। সিংহভাগ দর্শকই এই ছবি নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। মনে করা হচ্ছে, বক্স অফিসে এই ছবির লক্ষ্মীলাভ বাঁধাধরা। তবে কি ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’-এর দৌড়ে সামিল হবে এই ছবি? এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Adipurush Movie Review: 'রাম' প্রভাসে মাত জনতা, 'আদিপুরুষ'-এর নিখুঁত রামায়নে বিপুল চমক! রেকর্ড ভাঙবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল