মহারাষ্ট্রের এক সংগঠন ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই সংঘঠেনর মানুষজনই উঠেছেন তেড়েফুড়ে ৷ তাঁদের একটাই দাবী, ‘মহারাষ্ট্রকে শাহরুখ বাজে ভাবে ব্যবহার করছেন৷ সেটা বন্ধ করতে হবে ৷ শুধু তাই নয়, অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের বক্তব্যকে মেনে নেওয়া যায় না !’ এই সংগঠনের মতে, শাহরুখের চালাক প্রোমোশনের জন্যই সমাজ আজ ক্ষতিগ্রস্ত ৷ আর তাই ‘দিলওয়ালে’ ছবিকে বয়কট করার উদ্দেশ্য নিয়ে পোস্টারে ছয়লাপ, মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা ৷ ইন্দোর, ভোপাল, উজ্জয়িনীর বেশ কিছু হল মালিককে হুমকিও দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে ৷ ‘দিলওয়ালে’কে বয়কট করার জন্য আপাতত সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই বয়কটের খবর শুনে, শাহরুখ অবশ্য নিরুতাপ ৷ তাঁর কথায়, ‘যা হচ্ছে, তা দিলওয়ালের ভালোর জন্যই হচ্ছে !’
advertisement
Location :
First Published :
December 15, 2015 3:08 PM IST