TRENDING:

মহারাষ্ট্রে বয়কট হতে পারে ‘দিলওয়ালে’!

Last Updated:

ফের বিতর্কে শাহরুখ ৷ তবে এবার শুধু তিনি নন, সঙ্গে কাজল, বরুণ, কীর্তি এবং অবশ্যই রোহিত ৷ বলতে গেলে, ‘দিলওয়ালে’ টিম সহ গোটা শাহরুখের ফিল্ম বিজনেস ৷ ব্যাপারটা অবশ্য সেই ‘অসহিষ্ণুতা’কে নিয়েই ৷ আর তার জেরেই মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় বন্ধ হতে চলেছে ‘দিলওয়ালে’র স্ক্রিনিং !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের বিতর্কে শাহরুখ ৷ তবে এবার শুধু তিনি নন, সঙ্গে কাজল, বরুণ, কীর্তি এবং অবশ্যই রোহিত শেট্টি ৷ বলতে গেলে, ‘দিলওয়ালে’ টিম সহ গোটা শাহরুখের ফিল্ম বিজনেস ৷ ব্যাপারটা অবশ্য সেই ‘অসহিষ্ণুতা’কে নিয়েই ৷ আর তার জেরেই মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় বন্ধ হতে চলেছে ‘দিলওয়ালে’র স্ক্রিনিং !
advertisement

মহারাষ্ট্রের এক সংগঠন ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই সংঘঠেনর মানুষজনই উঠেছেন তেড়েফুড়ে ৷ তাঁদের একটাই দাবী, ‘মহারাষ্ট্রকে শাহরুখ বাজে ভাবে ব্যবহার করছেন৷ সেটা বন্ধ করতে হবে ৷ শুধু তাই নয়, অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের বক্তব্যকে মেনে নেওয়া যায় না !’ এই সংগঠনের মতে, শাহরুখের চালাক প্রোমোশনের জন্যই সমাজ আজ ক্ষতিগ্রস্ত ৷ আর তাই ‘দিলওয়ালে’ ছবিকে বয়কট করার উদ্দেশ্য নিয়ে পোস্টারে ছয়লাপ, মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা ৷ ইন্দোর, ভোপাল, উজ্জয়িনীর বেশ কিছু হল মালিককে হুমকিও দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে ৷ ‘দিলওয়ালে’কে বয়কট করার জন্য আপাতত সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই বয়কটের খবর শুনে, শাহরুখ অবশ্য নিরুতাপ ৷ তাঁর কথায়, ‘যা হচ্ছে, তা দিলওয়ালের ভালোর জন্যই হচ্ছে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহারাষ্ট্রে বয়কট হতে পারে ‘দিলওয়ালে’!