TRENDING:

Tarak Maheta ka ulta chashma: ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নিয়ে দর্শকমহলে বাড়ছে জল্পনা! তাহলে কি এই জনপ্রিয় শো-কে বিদায় জানালেন জেঠালাল আর ববিতাজি?

Last Updated:

বলে রাখা ভাল যে, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে একেবারে গোড়া থেকেই রয়েছেন মুনমুন দত্ত এবং দিলীপ জোশী। ববিতাজির চরিত্রে অভিনয় করছেন মুনমুন।

advertisement
এখন জেঠালাল এবং ববিতাজিকে কে না চেনেন! এই চরিত্রগুলি আসলে জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র হাত ধরে বিপুল খ্যাতি লাভ করেছে। এই চরিত্র দুটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন দিলীপ জোশী এবং মুনমুন দত্ত। শুধু তা-ই নয়, জেঠালাল এবং ববিতাজি চরিত্র দু’টি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। যদিও এই শোয়ের বর্তমান প্লটে আর দেখা যাচ্ছে না সকলের প্রিয় চরিত্র দুটিকে। আর তাই পর্দায় তাঁদের অনুপস্থিতি ভক্তদের মনে প্রশ্ন তুলে দিয়েছে। জোর জল্পনা শুরু হয়েছে যে, তাহলে কি জনপ্রিয় সিটকম শো ছেড়ে দিয়েছেন দিলীপ জোশী এবং মুনমুন দত্ত?
জনপ্রিয় সিটকম শো ছেড়ে দিয়েছেন দিলীপ জোশী এবং মুনমুন দত্ত? 
জনপ্রিয় সিটকম শো ছেড়ে দিয়েছেন দিলীপ জোশী এবং মুনমুন দত্ত? 
advertisement

এই মুহূর্তে অনেকটা সময় ধরে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে চলছে ‘ভূতনি’ প্লট। আর সেখানে এখন দেখা যাচ্ছে না জেঠালাল আর ববিতাজিকে। আসলে শোয়ে এখন দেখা যাচ্ছে যে, গোকুলধাম সোসাইটির সমস্ত সদস্য একটি ভূতুড়ে বাংলোয় ছুটি কাটাতে গিয়েছেন। আর এই ছুটি কাটানোর জন্য তারক মেহতা এবং অঞ্জলির সঙ্গে যোগ দিয়েছেন বাপুজি, পোপটলাল, সোধি এবং আরও অন্যান্য চরিত্র। কিন্তু সেখানে দেখা যাচ্ছে না জেঠালাল আর ববিতাজি চরিত্র দুটটিকে। ফলে সকলেই প্রশ্ন করছেন যে, দিলীপ জোশী এবং মুনমুন দত্ত কি তাহলে শো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন!

advertisement

এবিপি নিউজ-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সংশ্লিষ্ট শোয়ের প্রযোজনা সংস্থা নিশ্চিত করে জানিয়েছে যে, মুনমুন দত্ত এবং দিলীপ জোশী এখনও এই শোয়ের অংশ। তবে সাম্প্রতিক প্লটে বলা হচ্ছে যে, জেঠালাল নিজের সহযোগীদের সঙ্গে বিজনেস ট্রিপে গিয়েছেন। অন্যদিকে ববিতা এবং আইয়ার ছুটি কাটাতে গিয়েছেন মহাবালেশ্বরে।

বলে রাখা ভাল যে, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে একেবারে গোড়া থেকেই রয়েছেন মুনমুন দত্ত এবং দিলীপ জোশী। ববিতাজির চরিত্রে অভিনয় করছেন মুনমুন। তাঁর সঙ্গে দিলীপ জোশী অভিনীত জেঠালাল চরিত্রটির রসায়ন সকলেই পছন্দ করেছেন। দীর্ঘ সতেরো বছর ধরে সফল ভাবে চলছে তারক মেহতা কা উল্টা চশমা। যদিও এত বছরে বহু অভিনেতা-অভিনেত্রীই এই শো ছেড়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন – দিশা ভাকানি, ঝিল মেহতা, ভব্যা গান্ধি, রাজ অনাদকাট, পালক সিন্ধওয়ানি, গুরুচরণ সিং সোধি এবং নেহা মেহতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

SCREEN-এর কাছে একটি ইন্টারভিউয়ে শো ছেড়ে যাওয়া তারকা এবং তাঁদের অভিযোগের বিষয়ে আলোকপাত করেছেন পরিচালক অসিত মোদি। তিনি বলেন যে, “আমি কখনওই নিজেকে অভিনেতা-অভিনেত্রীদের থেকে আলাদা করে দেখিনি। যদি কোনও সমস্যা থাকে, তাহলে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। আমি সব সময় সৎই ছিলাম আর নিজের শো-কে সবার আগে রেখেছি। আমি নিজের ব্যক্তিগত মুনাফা নিয়ে ভাবিনি। তাই এমন ঘটনা নিয়ে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এটাই জীবনের অঙ্গ।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tarak Maheta ka ulta chashma: ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নিয়ে দর্শকমহলে বাড়ছে জল্পনা! তাহলে কি এই জনপ্রিয় শো-কে বিদায় জানালেন জেঠালাল আর ববিতাজি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল