এই মুহূর্তে অনেকটা সময় ধরে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে চলছে ‘ভূতনি’ প্লট। আর সেখানে এখন দেখা যাচ্ছে না জেঠালাল আর ববিতাজিকে। আসলে শোয়ে এখন দেখা যাচ্ছে যে, গোকুলধাম সোসাইটির সমস্ত সদস্য একটি ভূতুড়ে বাংলোয় ছুটি কাটাতে গিয়েছেন। আর এই ছুটি কাটানোর জন্য তারক মেহতা এবং অঞ্জলির সঙ্গে যোগ দিয়েছেন বাপুজি, পোপটলাল, সোধি এবং আরও অন্যান্য চরিত্র। কিন্তু সেখানে দেখা যাচ্ছে না জেঠালাল আর ববিতাজি চরিত্র দুটটিকে। ফলে সকলেই প্রশ্ন করছেন যে, দিলীপ জোশী এবং মুনমুন দত্ত কি তাহলে শো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন!
advertisement
এবিপি নিউজ-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সংশ্লিষ্ট শোয়ের প্রযোজনা সংস্থা নিশ্চিত করে জানিয়েছে যে, মুনমুন দত্ত এবং দিলীপ জোশী এখনও এই শোয়ের অংশ। তবে সাম্প্রতিক প্লটে বলা হচ্ছে যে, জেঠালাল নিজের সহযোগীদের সঙ্গে বিজনেস ট্রিপে গিয়েছেন। অন্যদিকে ববিতা এবং আইয়ার ছুটি কাটাতে গিয়েছেন মহাবালেশ্বরে।
বলে রাখা ভাল যে, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে একেবারে গোড়া থেকেই রয়েছেন মুনমুন দত্ত এবং দিলীপ জোশী। ববিতাজির চরিত্রে অভিনয় করছেন মুনমুন। তাঁর সঙ্গে দিলীপ জোশী অভিনীত জেঠালাল চরিত্রটির রসায়ন সকলেই পছন্দ করেছেন। দীর্ঘ সতেরো বছর ধরে সফল ভাবে চলছে তারক মেহতা কা উল্টা চশমা। যদিও এত বছরে বহু অভিনেতা-অভিনেত্রীই এই শো ছেড়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন – দিশা ভাকানি, ঝিল মেহতা, ভব্যা গান্ধি, রাজ অনাদকাট, পালক সিন্ধওয়ানি, গুরুচরণ সিং সোধি এবং নেহা মেহতা।
SCREEN-এর কাছে একটি ইন্টারভিউয়ে শো ছেড়ে যাওয়া তারকা এবং তাঁদের অভিযোগের বিষয়ে আলোকপাত করেছেন পরিচালক অসিত মোদি। তিনি বলেন যে, “আমি কখনওই নিজেকে অভিনেতা-অভিনেত্রীদের থেকে আলাদা করে দেখিনি। যদি কোনও সমস্যা থাকে, তাহলে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। আমি সব সময় সৎই ছিলাম আর নিজের শো-কে সবার আগে রেখেছি। আমি নিজের ব্যক্তিগত মুনাফা নিয়ে ভাবিনি। তাই এমন ঘটনা নিয়ে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এটাই জীবনের অঙ্গ।”