বারবার টলিপাড়ার জল্পনা রটেছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ানে অতিথি হিসেবে থাকবেন। কিন্তু তা সত্যি হয়নি এতদিন একবারও। এবার হল। বুধবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে শুটিং হল সেই স্পেশাল এপিসোডের।
আরও পড়ুন- কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর
ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে দুপুর ১২টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। ছিলেন প্রায় আড়াই ঘণ্টা। সেই এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়াও দেখা যাবে অরুন্ধতী হোমচৌধুরী আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
ওই স্পেশাল এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিথি হিসেবে দেখা যাবে, প্রতিযোগী নয়। এদিন হাওড়ার ডুমরজলা স্টেডিয়ামে শুটিং শেষের পর দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- আজ সৌরভ-ডোনার বিবাহবার্ষিকী, আবার আজই সৌরভের জীবনের এক চরম ‘দুঃখের দিন’!
সূত্র মারফত জানা গিয়েছে, সেই শো-তে চ্যাম্পিয়ন হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। এদিন শুটিং ফ্লোরে একেবারে আড্ডার মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান, গল্প, কবিতায় তিনি মাতিয়ে দেন। এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের উদ্দেশে আদর্শ হিসেবে তুলে ধরা হবে।
মুখ্যমন্ত্রীর জীবন, সংগ্রামের গল্প উঠে আসবে সেই স্পেশাল এপিসোডে। রাজ্য সরকারের মহিলাদের জন্য যে সব কর্মসূচি ও প্রকল্প রয়েছে সেগুলির প্রসঙ্গও থাকবে।