TRENDING:

বডিগার্ডকে চড় মারলেন সলমন খান !

Last Updated:

মেজাজে তিনি চুলবুল পাণ্ডে৷ কিন্তু রাগলে ‘টাইগার’ খান ! বলিউডের সল্লু মিয়াঁ খানিকটা এরকমই ৷ মেজাজ গরম হলে, আর রক্ষে নেই ৷ আর হল এরকমটিই ৷ উপলক্ষ ছিল প্রীতি জিনতার জন্মদিন ৷ আর জন্মদিনের পার্টিতেই ক্ষেপে গিয়ে বডিগার্ডের গালে সল্লু কষালেন চড় ! কিন্তু কেন ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মেজাজে তিনি চুলবুল পাণ্ডে৷ কিন্তু রাগলে ‘টাইগার’ খান ! বলিউডের সল্লু মিয়াঁ খানিকটা এরকমই ৷ মেজাজ গরম হলে, আর রক্ষে নেই ৷ আর হল এরকমটিই ৷ উপলক্ষ ছিল প্রীতি জিনতার জন্মদিন ৷ আর জন্মদিনের পার্টিতেই ক্ষেপে গিয়ে বডিগার্ডের গালে সল্লু কষালেন চড় ! কিন্তু কেন ?
advertisement

গপ্পোটা হল, গত সপ্তাহে প্রীতি জিনতার বার্থডে পার্টিতে আনন্দে মজে ছিলেন সলমন খান ৷ হঠাৎই রাগলেন বডিগার্ডের উপর ৷ আর রেগে আগুন হয়ে বডিগার্ডকে গালে মারলেন চড় ৷ শোনা গিয়েছে, সল্লুর বডিগার্ড নাকি ধাক্কা দিয়েছিল এক সাংবাদিককে ৷ আর সেটাই একেবারে মেনে নিতে পারেননি সলমন খান ৷ তবে এ ঘটনা প্রথম নয় ৷ এর আগেও সাংবাদিকের গায়ে হাত দিয়েছিল সল্লুর বডিগার্ড ৷ সেই কারণে একবার মিডিয়ার তরফ থেকে বয়কট করা হয়েছিল সলমনকে ৷ বয়কটের ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই সলমন এবার নিজেই নামলেন মাঠে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
বডিগার্ডকে চড় মারলেন সলমন খান !