TRENDING:

শীঘ্রই বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান? সলমনের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

Last Updated:

Salman Khan on Varun Dhawan : আলিয়া থেকে বিপাশা একের পর এক মায়ের কোল আলো করে আসছে সন্তান। এখানেও রয়েছে এমনই এক খুশির খবরের ইঙ্গিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বি-টাউনে এখন খুশির মরশুম। আলিয়া থেকে বিপাশা একের পর এক মায়ের কোল আলো করে আসছে সন্তান। এখানেও রয়েছে এমনই এক খুশির খবরের ইঙ্গিত!
advertisement

সলমন খান ইঙ্গিত দিয়েছেন যে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল শীঘ্রই এক সন্তানের আশা করতে পারেন। বরুণ তাঁর সহ-অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে 'ভেদিয়া' প্রচার করতে বিগ বস ১৬-এ হাজির হন। এই জুটি সেইখানে সলমনের সঙ্গে কিছু মজাদার গেম খেলেন। একটি মজার সেগমেন্টে, সলমন বরুণের হাতে একটি সফট টয় তুলে দেন। বরুণ তাঁকে জিজ্ঞেস করলেন এটা দিয়ে তিনি কি করবেন? যার জবাবে সলমন তড়িঘড়ি বলেন, ''ইয়ে আপকে বাচ্চে কে লিয়ে। (এটি আপনার বাচ্চার জন্য)।" বরুণ লজ্জা পেতে শুরু করেন এবং প্রতিক্রিয়া জানায়, "বাচ্চা হুয়া নাহি হ্যায় অভি (আমার এখনও বাচ্চা হয়নি)।" কিন্তু খান আরও নিশ্চিত করেছেন এবং রসিকতা করেছেন যে, "ইয়ে আয়া হ্যায় তো বাচ্চা ভি আ হি। যায়গা (যদি খেলনা বাড়িতে আসে, একটি শিশুও শীঘ্রই বাড়িতে আসবে)।"

advertisement

আরও পড়ুন : ছোটবেলার ফেলে আসা রঙিন দিনের কথা মনে পড়ে যায় এই ৮ খাবার দেখেই

এখন প্রশ্ন, নাতাশা কি ইতিমধ্যেই গর্ভবতী? নাকি এই সলমন কিছু শুভকামনা পাঠাচ্ছেন যাতে সন্তানের জন্য অনুপ্রাণিত হন তাঁরা? বরুণ এবং নাতাশা ২০২১-এর জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন। খান তাঁর শোতে বেশ কিছু গোপনীয়তা প্রকাশ করছেন এর আগেও। তিনি সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের ইঙ্গিতও দিয়েছিলেন যখন সিদ্ধার্থ দীপাবলির সময় 'থ্যাঙ্ক গড' প্রচার করতে 'বিগ বস'-এ উপস্থিত ছিলেন।

advertisement

আরও পড়ুন : আর্থ্রাইটিসের ব্যথায় নাজেহাল? রইল গাঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তাই ভক্তরা এখন জানতে আগ্রহী যে এই মজাদার কৌতুকের পিছনে কোনও সত্যি আছে কিনা। প্রসঙ্গত, বরুণ ও কৃতি অভিনীত 'ভেদিয়া' মুক্তি পাচ্ছে ২৫ নভেম্বর।

বাংলা খবর/ খবর/বিনোদন/
শীঘ্রই বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান? সলমনের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে বলিপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল