TRENDING:

Karan Johar: কোভিড পজিটিভ শাহরুখ, ক্যাটরিনা-সহ অনেকে, কর্ণের পার্টি থেকেই ৫০ জনের সংক্রমণ?

Last Updated:

এই ভাবে কোভিড বাড়তে দেখে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) ফিল্ম স্টুডিওগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে এখন জলসা বা পার্টির আয়োজন না করা হয়। যদি পার্টি হয়, তা হলে যেন তাদের জানানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কোভিড আক্রান্ত শাহরুখ খান, ক্যাটরিনা কইফ, আদিত্য রায় কপূর, কার্তিক আরিয়ানের মতো বলিউডের প্রথম সারির তারকারা। মহারাষ্ট্রে ফের করোনার প্রকোপ বেড়েছে। তার আঁচ বলিউডেও। আঙুল উঠল কর্ণ জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টির দিকে। সন্দেহের চোখে সেই ২৫ মে। যেখানে বলিপাড়ার তাবড় তাবড় তারকারা উপস্থিত ছিলেন। যশ রাজ স্টু়ডিওতে আয়োজিত সেই বলিউড পার্টির নাচ, গান, আড্ডার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement

সূত্রের খবর, সেই পার্টিতে ৪০ থেকে ৫০জন জন অতিথিই নাকি কোভিডে আক্রান্ত হয়েছেন। সেই পার্টিতে উপস্থিত হওয়ার পরেই কি ক্যাটরিনা, আদিত্য, শাহরুখরা সংক্রামিত হয়েছেন? প্রশ্নের উত্তর দিলেন কর্ণের ঘনিষ্ঠ সূত্র। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ''কর্ণ এই মুহূর্তে 'কফি উইথ কর্ণ'-এর শ্যুটিং করছেন। তার জন্য তাঁকে আরটিপিসিআর পরীক্ষা করাতে হয়েছে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে। যাঁরা অতিথি হয়ে আসবেন, তাঁদেরকেও নিয়ম মানতে হবে। অনেকেই বলছেন যে কর্ণের পার্টির প্রায় ৫০ অতিথি নাকি কোভিড পজিটিভ। এই তথ্য হাস্যকর। প্রথমত, ১০ দিন আগে পার্টি আয়োজিত হয়েছিল। তাঁদের মধ্যে কেবল আদিত্য রায় কপূরের সংক্রমণের খবরটি নিশ্চিত করে জানা গিয়েছে। প্রত্যেক তারকা নিজেদের মতো করে তার পলর বাড়ি ফিরে গিয়েছিলেন সে দিন। যত বার কোভিডের প্রকোপ বাড়ে, তখনই কর্ণের নাম উঠে আসে।''

advertisement

আরও পড়ুন: ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান! অভিনেতার শরীর নিয়ে চিন্তায় বলিউড

প্রসঙ্গত, ক্যাটরিনা এবং শাহরুখ সংক্রামিত হওয়ার খবর নিজে জানাননি। তবে কার্তিকও কোভিডে আক্রান্ত, কিন্তু তিনি কর্ণের পার্টিতে উপস্থিত ছিলেন না। কেবল আদিত্য রায় কপূরই সংক্রামিত হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন। দিন কয়েক আগে কোভিড থেকে সেরে ওঠেন অক্ষয় কুমারও।

advertisement

আরও পড়ুন: ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ভাবে কোভিড বাড়তে দেখে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) ফিল্ম স্টুডিওগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে এখন জলসা বা পার্টির আয়োজন না করা হয়। যদি পার্টি হয়, তা হলে যেন তাদের জানানো হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: কোভিড পজিটিভ শাহরুখ, ক্যাটরিনা-সহ অনেকে, কর্ণের পার্টি থেকেই ৫০ জনের সংক্রমণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল