When visibly upset Jaya pushed away Aishwarya’s mother’s hand away at Rajnikanth trailer of his movie ‘Kochadaiiyaan’.
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৪ সালে রজনীকান্ত এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘কোচাদাইয়া’র স্ক্রিনিংয়ে মুম্বইয়ে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তাতে তাবড় তারকারা আমন্ত্রিত ছিলেন। বচ্চন পরিবারের তরফে অভিষেক বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর মা বৃন্দা রাই উপস্থিত ছিলেন। ভিডিও শেষে দেখা যাচ্ছে, সকলে সারি বেঁধে দাঁড়িয়ে সাংবাদিকদের জন্য পোজ দিচ্ছেন। জয়াকে হাত বাড়িয়ে নিজের পাশে ডাকছেন বৃন্দা। জয়া এসে তাঁর হাত সরিয়ে দিয়ে পাশে দাঁড়ালেন।
advertisement
এক নেটিজেন ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘প্রকাশ্যে ঐশ্বর্যর মায়ের হাত ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন ক্ষুব্ধ জয়া বচ্চন।’ কিন্তু এই ভিডিওটি মোটেও সত্যকে ফুটিয়ে তোলেনি। যতটুকু দেখা যাচ্ছে, তার বাইরেও আরও ঘটনা রয়েছে, যা এডিট করে সরিয়ে দেওয়া হয়েছে।
ধাক্কা মেরে হাত সরিয়ে দেওয়ার মাঝে কয়েকটি মুহূর্ত বাদ পড়েছে সেই ভিডিওতে। গোটা ভিডিও দেখলে বোঝা যাবে, জয়া পাশে এসে বৃন্দার হাত সরিয়ে দাঁড়ান। তার পর বৃন্দার হাত ধরে দাঁড়িয়ে থাকেন খানিকক্ষণ। সেখানেই ফুটে ওঠে সুসম্পর্ক। তার পর তাঁর হাত ছেড়ে দেন। পাপারাৎজিদের উপর ক্ষোভ প্রকাশ করলেও নিজের পরিবারের বা বৌমার পরিবারের প্রতি খারাপ ব্যবহার করেননি তিনি।