স্বামী দেবজ্যোতি জানান, নিজের কাজকেই বেশি গুরুত্ব দিতেন সুচন্দ্রা। স্বামীও সুচন্দ্রাকে উৎসাহ দিতেন কাজে। শেষ সন্ধ্যায় নাগাদ কথা হয়েছিল তাঁদের মধ্যে। স্ত্রী সুচন্দ্রা জানিয়েছিলেন, তিনি এখন শো-তেই আছেন, বাড়ি ফিরে কথা বলবেন। কিন্তু আর হল না কথা। (Reporter: Rudra Narayan Roy)