টলিনায়ক গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেম ভাঙার পরে নাকি বাংলার ক্রিকেটার কনিষ্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল 'গাঁটছড়া'র 'দ্যুতি'র। গত ফেব্রুয়ারি মাসে শ্রীমার জন্মদিনের কয়েকটি ছবিতে কনিষ্ক-শ্রীমাকে একসঙ্গে দেখা যায়। তা ছাড়াও বেড়াতে যাওয়ার ছবি ছিল।
তার পর থেকেই গুঞ্জন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন নায়িকা। যদিও শ্রীমা জানিয়েছিলেন, তাঁরা খুব ভাল বন্ধু। প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে।
হঠাৎই ছন্দপতন। শ্রীমা এবং কনিষ্ক একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন। জন্মদিনের ছবিগুলি ছাড়া অন্যান্য ছবিও আর নেই তাঁদের সোশ্যাল মিডিয়ায়। কনিষ্ক-শ্রীমার ছবিগুলি মুছে যাওয়ার ফলে আরওই সন্দেহ দানা বেঁধেছে।
আরও পড়ুন: প্রাক বিবাহ অনুষ্ঠানও ছিল দেখার মতো, এবার রিচা-আলির বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে ভক্তরা
তবে বিশেষ বন্ধুত্ব টিকল না? পুজোর মরশুমে আবারও সম্পর্ক ভাঙল শ্রীমার?