TRENDING:

Anurager Chhowa: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য

Last Updated:

Anurager Chhowa: শ্যুটের বাইরেও নাকি একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তাঁরা। আর তা থেকেই যাবতীয় চর্চার উদ্রেক। তবে কি সত্যিই প্রেমে পড়েছেন নায়ক-নায়িকা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রিল পেরিয়ে রিয়েলে প্রেম টলিউডে নতুন নয়। এ বার নাকি সেই পথেই হাঁটছেন দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। অর্থাৎ পর্দার দীপা-সূর্য। শোনা যাচ্ছে, বাস্তবেও তাঁদের জীবনে 'অনুরাগের ছোঁয়া' লেগেছে। শ্যুটের বাইরেও নাকি একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তাঁরা। আর তা থেকেই যাবতীয় চর্চার উদ্রেক। তবে কি সত্যিই প্রেমে পড়েছেন নায়ক-নায়িকা?
পর্দার প্রেম বাস্তবে গড়াল?
পর্দার প্রেম বাস্তবে গড়াল?
advertisement

নিউজ18 বাংলাকে দিব্যজ্যোতি বলেন, "পুরোটাই জল্পনা। আমি আর স্বস্তিকা কোনও সম্পর্কে নেই। কারও যদি আমাদের নিয়ে এমন ধারনা হয়, তা হলে সে বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু সত্যিটা তো আমি জানি। দিব্যজ্যোতি কখনও সম্পর্কে জড়ালে সে কখনও সেটা লোকাবে না। কারণ সম্পর্ক আড়াল করা মানে ভালবাসার মানুষটাকেও অসম্মান করা।"

advertisement

আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

আরও পড়ুন: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুরু থেকেই দিব্যজ্যোতি-স্বস্তিকার রসায়ন দর্শকদের মন কেড়েছে। সেই মুগ্ধতার ছাপ রয়েছে টিআরপি-তেও। কিন্তু সবটাই কি শুধু পর্দা পর্যন্ত সীমাবদ্ধ? অভিনেতার উত্তর, "হতে পারে পর্দায় আমাদের রসায়ন দেখে এমন মানুষের এ রকম মনে হচ্ছে। যদি তা-ই হয়ে থাকে, তবে অভিনেতা হিসেবে সেটা আমাদের সাফল্য। দর্শক আমাদের ভালবাসছেন বলেই আমরা ভাল কাজের উৎসাহ পাচ্ছি।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurager Chhowa: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল