TRENDING:

Dhurandhar’s Rambha Ho fever continues: নিজের আইকনিক 'রাম্ভা হো'-এ ধমাকাদার পারফর্ম্যান্স কল্পনা আইয়ারের, ৭০-এর নায়িকার ম্যাজিকে মজল নেটদুনিয়া

Last Updated:

সদ্য ভাইরাল হয়েছে প্রবীণ অভিনেত্রীর একটি ভিডিও, যেখানে ৭০-এর নায়িকা নাচলেন তাঁর আইকনিক 'রাম্ভা হো'-এ! নস্টালজিয়ায় ভাসল ভক্তরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একের পর এক নজির গড়ছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’! ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’ এমনকি আমির খানের ‘দঙ্গল’ ছবির রেকর্ডও ভেঙেছে! জনপ্রিয়তার তুঙ্গে আইকনিক রেট্রো গান ‘রাম্ভা হো’! ১৯৮১ সালের ছবি ‘আরমান’-এ এই গানে পারফর্ম করেছিলেন কল্পনা আইয়ার! বর্তমানে তাঁর চুলে পাক ধরেছে, কিন্তু ‘জলওয়া’ আজও অটুট! বলে বলে গোল মারবেন এই প্রজন্মর তরুণ তুর্কিদের! সদ্য ভাইরাল হয়েছে প্রবীণ অভিনেত্রীর একটি ভিডিও, যেখানে ৭০-এর নায়িকা নাচলেন তাঁর আইকনিক ‘রাম্ভা হো’-এ! নস্টালজিয়ায় ভাসল ভক্তরা!
Kalpana Iyer recreates her iconic song at 70
Kalpana Iyer recreates her iconic song at 70
advertisement

ভিডিওটির ক্যাপশনে কল্পনা আইয়ার লিখেছেন, ” একজন বন্ধু আমাকে এই ক্লিপটি পাঠিয়েছে, এটা গত রাতের এবং এখনও বিশ্বাস করতে পারছি না, আমি এটা করেছি… অনেকদিন নাচিনি, এই সন্ধেটা ছিল ভীষণই স্পেশ্যা;… সিদ্ধান্ত কি শাদি।”

পোস্টটি ভাইরাল হয় চোখের নিমেষে, মন্তব্যের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে! এক ভক্ত লেখেন,     ” আপনি ছিলেন, এবং এখনও আপনি সর্বকালের সবচেয়ে হট।” আরেকজন মন্তব্য করেন, ” আপনার বয়সে পৌঁছে, আমিও যেন এতটাই মার্জিত হতে পারি, সেটাই চাই।” আরও অনেকেই লিখেছেন, “এভাবেই বয়স বাড়ুক—এইটাই ম্যানিফেস্ট করছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

বলিউডে মূলত খলনায়িকার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত কল্পনা আইয়ার, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তাঁর উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ১৯৭৮ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম রানার্স-আপ হন। মিস ওয়ার্ল্ড ১৯৭৮-এ ভারতের প্রতিনিধিত্ব করেন। সেখানে টপ ১৫ সেমিফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন কল্পনা আইয়ার। এর পর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। সাহসী ও গ্ল্যামারাস চরিত্রের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। বিন্দু, হেলেন ও অরুণা ইরানির মতো আইকনিক ‘স্ক্রিন ভ্যাম্প’দের পথ অনুসরণ করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ১৯৮০ সালের ছবি ‘পেয়ারা দুশমন’ -এর জনপ্রিয় গান ‘হরি ওম হরি’ এবং ১৯৮১ সালের ছবি ‘আরমান’-এর ‘রাম্ভা হো’ গানটি তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dhurandhar’s Rambha Ho fever continues: নিজের আইকনিক 'রাম্ভা হো'-এ ধমাকাদার পারফর্ম্যান্স কল্পনা আইয়ারের, ৭০-এর নায়িকার ম্যাজিকে মজল নেটদুনিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল