আর হবেই না বা কেন, যখন গল্পের কেন্দ্রবিন্দু একটি গাড়ি। পরিবারে নতুন গাড়ি কেনা হয়। সেই গাড়ির গায়ে লাগতে দেওয়া হবে না ধুলো। এবং গাড়িকে সব কিছু থেকে বাঁচাতে মশারি টাঙানো হয়। এই মজার দৃশ্য প্রোমোতে দেখানো হয়েছে। এই গাড়ি চালাতে আসবে লালন ওরফে লাল ওরফে ইন্দ্রাশিস। এই বাড়িতেই কাজ করে ফুলঝুড়ি। তবে সে কাজের লোক নয় বলতে গেলে সেই বাড়ির কর্তী। এই দুইকে নিয়েই এগোবে গল্প। ১৯শে জুলাই থেকে রাত ৮ টায় দেখানো হবে এই ধারাবাহিক। প্রোমো দেখেই মানুষ পছন্দ করতে শুরু করেছেন এই ধারাবাহিক।
advertisement
বস্তির মধ্যে গিয়েও শ্যুট করা হয়েছে। তবে মানালি বলছেন, তিনি দারুণ মজা পাচ্ছেন এই চরিত্রে অভিনয় করতে। মানালি প্রথম সিরিয়ালে আসেন 'বউ কথা কও' ধারাবাহিক দিয়েই। এর পর থেকে মানালি অভিনীত সব কটি ধারাবাহিক তুমুল জনপ্রিয় হয়। তবে এই ধারাবাহিকের প্রোমো দেখে অনেকে আবার 'শ্রীময়ী'র জুন আন্টির সঙ্গে তুলনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মানালি জুন আন্টির মতো মুখ ভ্যাঙাচ্ছেন। অনেকে আবার বলছেন অনেকটা মিঠাইয়ের মতো মনে হচ্ছে মানালিকে। যদিও এই সব চরিত্রের সঙ্গে কোনও মিল নেই 'ধুলোকণা'র ফুলঝুরির।