মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি, অগস্ত্য নন্দের আসন্ন ছবি ‘ইক্কিস’ শীঘ্রই মুক্তি পাবে। শ্রীরাম রাঘবন পরিচালিত এটি একটি যুদ্ধ নির্ভর ছবি। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও এই ছবিতে অভিনয় করছেন। সোমবার, নির্মাতারা ছবির নতুন পোস্টার ও ট্রেলার প্রকাশ করেছেন। যা দেখে চোখে জল এসেছে ভক্তদের৷
advertisement
‘ইক্কিস’ছবির নির্মাতারা ধর্মেন্দ্রর উদ্দেশ্যে নতুন পোস্টার শেয়ার করেন৷ যেখানেই ছবি র আবেগ ধরা পড়েছে৷ ক্যাপশনে লেখা-‘পিতারা ছেলেদের বড় করেন, কিংবদন্তিরা জাতিকে বড় করেন৷’যেখানে ধর্মেন্দ্রকে বর্ণনা করা হয়েছে ২১ বছর বয়সী এক অমর সৈনিকের পিতা হিসেবে আবেগের এক শক্তি৷ যিনি পর্দায় একজন শহীদ সেনার পিতার ব্যথা,গর্ব ও অদম্য সাহসকে জীবন্ত করে তুলেছেন।
https://youtu.be/ebAznVtYY84?si=IrfMJmh4WJSegpV3
‘ইক্কিস’ ছবিতে অগস্ত্য নন্দের বাবার ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে। ছবির ট্রেলারেই স্পষ্ট দেখা যাচ্ছে, এই চরিত্রের মাধ্যমেই তিনি অভিনয় জীবনের শেষ অধ্যায়কে সম্মানের সঙ্গেই শেষ করেছেন৷
ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী ছিলেন অরুণ ক্ষেত্রপাল, যিনি ২১ বছর বয়সে ১৯৭১ সালের বসন্তর যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় গুরুতর আহত হলেও তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের লড়াই চালিয়ে যান। তাঁর এই অসীম বীরত্বের জন্য, তাঁকে মরণোত্তর, দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়।
উল্লেখ্য, এটি ধর্মেন্দ্রর জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন, অভিনেতা কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে ছিলেন। সম্প্রতি তার স্বাস্থ্যগত বিরতির পর ভক্তরা তাকে আবার বড় পর্দায় দেখতে আগ্রহী। ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছিল ‘তেরি বাতে মে অ্যায়সা উলজা জিয়া’ (২০২৪) এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩) ছবিতে। ‘ইক্কিস’ ছবিটি ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
