TRENDING:

Dharmendra Last Seen Movie: হিন্দি সিনেমার ধারা বদলে দিয়েছিলেন তিনি, সেই ধর্মেন্দ্রর শেষ দেখা ছবি কোনটা, জানালেন আমির খান

Last Updated:

যে ধর্মেন্দ্র বদলে দিয়েছিলেন হিন্দি সিনেমার খোলনলচে,যাঁর সংলাপে সৃষ্টি হয়েছিল সিনেমার এক নতুন জঁর, সেই ধর্মেন্দ্রে দেখা শেষ সিনেমা কোনটা জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২৪ নভেম্বর ছিল সেই অভিশপ্ত দিন। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। কিন্তু তামাম দেশবাসীর ‘পল পল দিল কে পাস’ তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাঁর স্মৃতিচারণেই মগ্ন বলিউড! যে ধর্মেন্দ্র বদলে দিয়েছিলেন হিন্দি সিনেমার খোলনলচে,যাঁর সংলাপে সৃষ্টি হয়েছিল সিনেমার এক নতুন জঁর, সেই ধর্মেন্দ্রে দেখা শেষ সিনেমা কোনটা জানেন?
Aamir Khan Reveals Dharmendra Watched Sunny Deol’s Lahore 1947 Before His Death
Aamir Khan Reveals Dharmendra Watched Sunny Deol’s Lahore 1947 Before His Death
advertisement

সম্প্রতি, ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই প্রসঙ্গই টানলেন আমির খান। ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে তিনি তুলে ধরলেন কিংবদন্তীর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি। জানা গেল, সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’-ই ধর্মেন্দ্রর দেখা শেষ ছবি। ছবিটি এখনও মুক্তি পায়নি, কিন্তু মৃত্যুর সেই ছবি দেখে গিয়েছিলেন ধমেন্দ্র।

‘লাহোর ১৯৪৭’ ছবিটি আমির খান প্রযোজিত এবং রাজকুমার সান্তোশি পরিচালিত ছবি। এটি আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘যিস লাহোর নাই দেখতে, ও জাম্যাই নই’ অবলম্বনে তৈরি। ৫৬তম IFFI-তে আমির খান বলেন, ” মৃত্যুর আগে ধর্মেন্দ্রের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবিটা তাঁকে দেখানোর সৌভাগ্য হয় আমার। এটাই শান্তি, তিনি ছবিটি দেখে গিয়েছেন, এটি তাঁর অন্যতম প্রিয় চিত্রনাট্য ছিল।”

advertisement

আমিরের ভাষায়, ” আমি ওঁর খুব কাছের ছিলাম। গত এক বছরে অন্তত ৭-৮ বার ওঁর সঙ্গে দেখা করেছি। ওঁর সঙ্গ আমি খুব উপভোগ করতাম, তাই প্রায়ই ওঁর কাছে গিয়ে বসতাম। একদিন আমার ছেলে আজাদকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। দু’ঘণ্টা কত কী নিয়ে গল্প-আলোচনা হল। ধরমজি শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, তিনি ছিলেন খুব বড় মাপের মানুষ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে গাছে ফলছে 'রসগোল্লা'! স্বাদে লাজবাব, মুখে দিলেই...!
আরও দেখুন

‘লাহোর ১৯৪৭’ আসগর ওয়াজাহাতের বিখ্যাত নাটক ‘যিস লাহোর নাই দেখতে, ও জাম্যাই নই’ অবলম্বনে নির্মিত। এই ছবির প্রেক্ষাপট দেশভাগের সময়। সানি দেওল এবং প্রীতি জিন্টার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাবানা আজমি, আলি ফজল এবং করণ দেওলকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra Last Seen Movie: হিন্দি সিনেমার ধারা বদলে দিয়েছিলেন তিনি, সেই ধর্মেন্দ্রর শেষ দেখা ছবি কোনটা, জানালেন আমির খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল