বিবৃতিতে লেখা ছিল, “ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই থাকবেন আপাতত। আমরা জনসাধারণকে অনুরোধ করছি, তাঁরা যেন সব জল্পনা-কল্পনা থেকে বিরত থাকেন এবং এই সময়ে তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন।”
আরও পড়ুন: শিবপুরে শুটআউট! হাওড়ার অভিজাত আবাসনে চলল গুলি, আশঙ্কাজনক মহিলা, ভর্তি হাসপাতালে
advertisement
গত তিন দিন আগে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । পরে, বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়ে যে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, এমনকি তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বাসভবনের বাইরে ভিড় করার জন্য পাপারাৎজিদের তিরস্কার করেন সানি। পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরা বন্দি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে সানিকে রাগত মুখে বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে আসতে দেখা যায়। হাত জোড় করে কড়াভাবে বলে ওঠেন ‘লজ্জা পাওয়া দরকার’।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যায়, অনেকটাই সুস্থ বর্ষীয়ান অভিনেতা।
