উদয়পুরে নাতনির বিয়েতে গিয়েছিলেন ‘শোলে’ তারকা। সানি এবং ববির সঙ্গে নাচ করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে সপ্তাহ দুয়েক আগে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নাচতে গিয়ে পিঠে ও পায়ে চোট পেয়েছেন তিনি। বার্ধক্যের কারণে তার স্বাস্থ্যও বিগড়েছে খানিক। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
এই তথ্যের সম্পর্কে ধারণা ছিল না কারওরই। এরই মধ্যে প্রবীণ অভিনেতা একটি ছবি শেয়ার করার পর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, তাঁর ঘুমের সমস্যা হচ্ছে। পরে পোস্টটি মুছে দেন তিনি। তার পোস্টটি তার সুস্থতা নিয়ে জল্পনা ছড়িয়েছে।
advertisement
শুক্রবার, ধর্মেন্দ্র মধ্যরাতের জলখাবার উপভোগ করার একটি ছবি পোস্ট করেছেন এবং হিন্দিতে লিখেছেন, ‘এখন মধ্যরাত… ঘুমাতে পারছি না…খিদে পেয়েছে। বাসি রুটি আর মাখন খুব ভাল লাগে।’
ছবিটিতে ধর্মেন্দ্র কালো পোশাক পরেছিলেন এবং ক্লান্ত দেখাচ্ছিল। উদ্বিগ্ন ভক্তরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করতে থাকেন।
আরও পড়ুন: একাধিক মেড ইন ইন্ডিয়া ট্রেনের সূচনা! ভোটের আগে রেল নিয়ে বড়সড় পদক্ষেপ মোদির
৮৮ বছরের অভিনেতা সাম্প্রতিকতম ছবি ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’তে শাহিদ কাপুর এবং কৃতি স্যাননের সঙ্গে কাজ করেছেন। গত বছর জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ধর্মেন্দ্রর পরবর্তী ছবি, শ্রীরাম রাঘবন পরিচালিত ‘একিস’।