বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শোকপ্রকাশ করে তিনি জানান, মস্কোতে ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম দেখা, আজও ভুলতে পারেননি সেই স্মৃতি…৷ অভিনেতার মৃত্যুতে মমতা শঙ্কর স্মরণ করলেন তার দেখা মোস্ট হ্যান্ডসাম হিরোকে৷
advertisement
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ শেষশ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ বলেছেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর নাম আজীবন উজ্জ্বল হয়ে থাকবে৷ ষাটের দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থেকেছেন তিনি৷ ৩০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ মেইনস্ট্রিম সিনেমার কাল্ট অভিনেতা হিসেবেই আজীবন থেকে যাবেন সকলের মনে৷ উনি সারাজীবন কাজের মধ্যেই সকলের মধ্যে বেঁচে থাকুক৷ ওনার আত্মার চিরশান্তি কামনা করি৷
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ ধর্মেন্দ্রর জীবদ্দশার শেষ ছবিতে অভিনয় করেছেন চূর্ণী। তিনি জানান, প্রথম যেদিন আমার সঙ্গে আলাপ এবং আমরা শ্যুট করছিলাম তখন অভি না যাও ছোড় কর গানটা বাজছিল৷ আর আজ উনি নেই৷ মানুষ হিসেবেও খুব ভাল ছিলেন ধর্মেন্দ্র৷ বাঙালিদের প্রতি অদ্ভুত একটা ভালবাসা ছিল বীরুর৷ নিজের মন থেকে অনেক শায়েরি শুনিয়েছিলেন ৷ এই বয়সেও কাজের প্রতি যে নিষ্ঠা ছিল তা ভীষণই প্রশংনীয়৷ তার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি৷
