TRENDING:

Dharmendra Demise: 'মস্কোতে প্রথম দেখা, আজও ভুলতে পারিনি', ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন মমতা শঙ্কর, শেষ শ্রদ্ধা প্রসেনজিৎ-চূর্ণীর

Last Updated:

Dharmendra Demise: বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শেষ শ্রদ্ধা জানালেন প্রসেনজিৎ-চূর্ণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবশেষে থামল লড়াই৷ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সে বলিউডকে বিদায় জানালেন বীরু৷ কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷
News18
News18
advertisement

বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শোকপ্রকাশ করে তিনি জানান, মস্কোতে ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম দেখা, আজও ভুলতে পারেননি সেই স্মৃতি…৷ অভিনেতার মৃত্যুতে মমতা শঙ্কর স্মরণ করলেন তার দেখা মোস্ট হ্যান্ডসাম হিরোকে৷

আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে

advertisement

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ শেষশ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ বলেছেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর নাম আজীবন উজ্জ্বল হয়ে থাকবে৷ ষাটের দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থেকেছেন তিনি৷ ৩০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ মেইনস্ট্রিম সিনেমার কাল্ট অভিনেতা হিসেবেই আজীবন থেকে যাবেন সকলের মনে৷ উনি সারাজীবন কাজের মধ্যেই সকলের মধ্যে বেঁচে থাকুক৷ ওনার আত্মার চিরশান্তি কামনা করি৷

advertisement

আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
চুলের পিন, সেফটি পিন, জলের বোতল, ভ্যানিটি ব্যাগ...! ৬০ হাজার মেয়ের 'ঢাল' বীরভূমের কনস্টেবল
আরও দেখুন

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ ধর্মেন্দ্রর জীবদ্দশার শেষ ছবিতে অভিনয় করেছেন চূর্ণী। তিনি জানান, প্রথম যেদিন আমার সঙ্গে আলাপ এবং আমরা শ্যুট করছিলাম তখন অভি না যাও ছোড় কর গানটা বাজছিল৷ আর আজ উনি নেই৷ মানুষ হিসেবেও খুব ভাল ছিলেন ধর্মেন্দ্র৷ বাঙালিদের প্রতি অদ্ভুত একটা ভালবাসা ছিল বীরুর৷ নিজের মন থেকে অনেক শায়েরি শুনিয়েছিলেন ৷ এই বয়সেও কাজের প্রতি যে নিষ্ঠা ছিল তা ভীষণই প্রশংনীয়৷ তার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra Demise: 'মস্কোতে প্রথম দেখা, আজও ভুলতে পারিনি', ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন মমতা শঙ্কর, শেষ শ্রদ্ধা প্রসেনজিৎ-চূর্ণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল