TRENDING:

Khadaan vs Pushpa 2: লড়াইয়ে নামার আগেই অল্লুর পুষ্পা ২-র কাছে হারল 'খাদান'? হল পাচ্ছে না দেবের ছবি

Last Updated:

Khadaan vs Pushpa 2: মুক্তির অপেক্ষায় দেবের 'খাদান'। তবে জানা গিয়েছে 'খাদান' পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তির অপেক্ষায় দেবের ‘খাদান’। তবে জানা গিয়েছে ‘খাদান’ পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। অন্যান্য ভাষার ছবির দাপটে সঙ্কুচিত হচ্ছে খাদানের হলের সংখ্যা। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দেব। বললেন তিনি শেষ পর্যন্ত হল পাওয়ার জন্য লড়ে যাবেন।
News18
News18
advertisement

খাদান প্রসঙ্গে কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, ‘পুষ্পা ২ চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।’

advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর রাজ্যে তথ্য ও সংস্কৃতি দফতর বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স, সিনেমা প্রেক্ষাগৃহগুলিতে দেখানোর জন্য ‘ওয়েস্ট বেঙ্গল সিনেমাস রেগুলেশন’ আইনে সংশোধন আনে। তারপর জানানো হয়,  প্রতি বছর প্রত্যেকটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের অন্তত একটি স্ক্রিনে ১২০ টি প্রাইম টাইম শো অথবা স্ক্রিনিং করতে হবে বাংলা সিনেমার। এবং সেটি হবে বাধ্যতামূলক।

advertisement

তার সঙ্গে প্রতিদিন ন্যূনতম বাংলা সিনেমার একটি করে শো থাকতেই হবে ১২০ দিনের জন্য। প্রাইম টাইম বলতে বোঝায় দুপুর ১২ টা থেকে রাত ৯ টার মধ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৮ সালের ১৪ই সেপ্টেম্বর তৎকালীন তথ্য এবং সংস্কৃতি দফতরের সচিব বিবেক কুমার এই আইনের সংশোধন আনেন। যে সব সিনেমা হল রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের লাইসেন্স নিয়েছেন তারা এই আইন মানতে বাধ্য। এই মর্মে আইনের সংশোধন আনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Khadaan vs Pushpa 2: লড়াইয়ে নামার আগেই অল্লুর পুষ্পা ২-র কাছে হারল 'খাদান'? হল পাচ্ছে না দেবের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল