জিমের প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা। অনুরাগীদের নিজেই সুখবর দিলেন বাঙালি অভিনেত্রী। বিয়ের দিনে টুকটুকে লাল শাড়িতে সেজে উঠেছিলেন নতুন কনে। মাথায় ঘোমটা। সঙ্গে মানানসই ভারী গয়না। বিশেষ দিনের জন্য শানওয়াজ সেজে উঠেছিলেন কালো রঙের ব্লেজারে।
নতুন বর-কনের মুখে হাসি উজ্জ্বল। বিয়ের দিন নানা ভঙ্গিতে ছবি তুলেছেন তাঁরা। ক্যামেরার সামনে স্ত্রীকে কোলে তুলে নিতেও দ্বিধা করেননি শানওয়াজ।
advertisement
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
দেবলীনার পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা। অভিনেত্রীকে ভালবাসা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও।
জানা গিয়েছে, লোনাভলায় চুপিচুপি বিয়ে সেরেছেন শানওয়াজ এবং দেবলীনা। অভিনেত্রীর স্বামী এবং তাঁর পরিবার চাননি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হোক। তাই সকলের অগোচরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী।
'সাথ নিভানা সাথিয়া'-র হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন দেবলীনা। এর পর তিনি 'বিগ বস'-এও অংশগ্রহন করেছিলেন।