আমরা সকলেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প জানি, যিনি ইতিহাস বই অনুসারে খালি হাতে একটি বাঘ মেরেছিলেন। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। এমনকি তিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সূত্র অনুযায়ী, দেব ইতিমধ্যেই লুক টেস্ট করেছেন। পরিচালককে মুগ্ধ তাতে। প্রচার শুরু হলে বাঘা যতীনের চরিত্রে তাঁর প্রাথমিক চেহারা দেখা যাবে। আগামীকাল অর্থাৎ ১৫ আগস্ট প্রকাশ্যে আসতে চলেছে ‘বাঘা যতীন’-এর প্রথম ঝলক।
advertisement
আরও পড়ুন: শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন চমক! অভিনেতা বাংলা, হিন্দির পরে পা রাখছেন তেলেগু সিনেমায়
আসন্ন ছবির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা উত্তেজিত হয়েছিলেন। বিশেষ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে দেবের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলেন সকলেই। সূত্র অনুসারে, যেহেতু চেহারায় একটি শালীন মিল রয়েছে তাই কোনও বড় কৃত্রিম মেকওভার হবে না। নাকের চারপাশে একটি ছোট কৃত্রিম বিবরণ থাকতে পারে যা যোগ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে শীতকালে ছবিটির শুটিং শুরু হবে। যদিও দেব বা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: পরবর্তী হিন্দি ছবি ‘নোটারি’-তে মুখ্য চরিত্র পরমব্রত! শুটিং শুরু সেপ্টেম্বরেই
প্রসঙ্গত, বর্তমানে ডান্স ডান্স জুনিয়রে বিচাকর হয়েছেন দেব। সঙ্গে রয়েছেন রুক্মিণী, মনামী সহ আরও অনেকে। অভিনেতা সদ্য বেনারস থেকে ঘুরে এলেন আসন্ন ছবি ‘প্রজাপতি’-এর শুটিং-এর জন্য। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকায় অভিনয় করবেন দেব। পারিবারিক সিনেমাতে মমতা শঙ্কর, কনিনিকা ব্যানার্জী, স্বেতা ভট্টাচার্য এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।