TRENDING:

গার্লফ্রেন্ডকে অভিনয়ের পাঠ দিচ্ছেন দেব ?

Last Updated:

একেই বলে হয়তো প্রেমিকের মতো প্রেমিক ৷ শুধু কথায় কথায় ভালোবাসি ভালোবাসি না বলে, প্রেমিকার ভালো জিনিস নিয়েও যেমন প্রশংসা করছেন দেব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একেই বলে হয়তো প্রেমিকের মতো প্রেমিক ৷ শুধু কথায় কথায় ভালোবাসি ভালোবাসি না বলে, প্রেমিকার ভালো জিনিস নিয়েও যেমন প্রশংসা করছেন দেব ৷ তেমনি, খুঁত গুলোকেও ধরিয়ে দিচ্ছেন সুন্দর করে ৷ পুরো ব্যাপারটাতেই দেব রেখেছেন মাখো মাখো !
advertisement

গপ্পোটা হল, পরিচালক রাজ চক্রবর্তীর চ্যাম্প ছবিতে সিনেমায় পা রাখছেন দেবের বান্ধবী রুক্মিণী ৷ আর এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত দেব ও রুক্মিণী দু’জনেই ৷ কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার ৷ আর এবার ট্যুইটারে দেব প্রকাশ্যে অভিনয়ের পাঠ দিলেন রুক্মিণীকে ৷ সোজাসুজি কথায়, রুক্মিণীকে ছবির ডাবিং নিয়ে টিপস দিলেন দেব ৷

advertisement

ট্যুইটারে দেব লিখলেন, ‘ তুমি কি ডাব করছ নাকি পোজ দিচ্ছ ? মনযোগ দাও ডাবিংয়ে ৷ অভিনয় করাটা শক্ত নয়, কিন্তু ডাবিং করা খুবই কঠিন ৷ আমি তো এখনও শিখে যাচ্ছি ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
গার্লফ্রেন্ডকে অভিনয়ের পাঠ দিচ্ছেন দেব ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল