TRENDING:

বুদ্ধি হোক তোমার ! জন্মদিনে দেবের উইশ রুক্মিণীকে

Last Updated:

আচ্ছা, দেব কী তাহলে রুক্মিণীকেই বিয়ে করতে চলেছেন? নাকি রুক্মিণী শুধুই দেবের বান্ধবী? কয়েক বছরে ধরে টলি পাড়াতে চলছে এরকমই গুঞ্জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আচ্ছা, দেব কী তাহলে রুক্মিণীকেই বিয়ে করতে চলেছেন? নাকি রুক্মিণী শুধুই দেবের বান্ধবী? কয়েক বছরে ধরে টলি পাড়াতে চলছে এরকমই গুঞ্জন ৷ তবে গুঞ্জন যে খবরই উড়ুক না কেন, দেব ও রুক্মিণী কিন্তু এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ৷ বরং তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয় করে, বক্স অফিসে হিট দিয়েই আছেন দিব্য ! নিজেদের বন্ধুত্বকেই সবার সামনে এনে খুশি থাকছেন দেব ও রুক্মিণী ৷
advertisement

দেবের সেই রুক্মিণীরই আজ জন্মদিন ৷ আর তাঁর জন্মদিনকে স্পেশাল করে তুললেন দেব ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন রুক্মিণীর এক কোলাজ ছবি ৷  সঙ্গে লিখলেন, ‘শুভ জন্মদিন রুক্মিণী ৷ খুব ভালো কাটুক বছর ৷ অনেক ভালো হোক তোমার ৷ ’

advertisement

তবে এখানেই শেষ নয়, সঙ্গে মস্ত বড় কেক  আনলেন রুক্মিণীর জন্য ৷ সেই কেকের ছবি তুলে রুক্মিণীকে দেব লিখলেন, ‘শুভ জন্মদিন ৷ ভালো কাটুক তোমার ৷ সঙ্গে একটু বুদ্ধি হোক !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বুদ্ধি হোক তোমার ! জন্মদিনে দেবের উইশ রুক্মিণীকে