TRENDING:

ভাবতে পারছেন, ইনি আসলে দেব !

Last Updated:

ছবি দেখে থ ! কিছুতেই মানতে পারছেন না এটা দেব ? কিন্তু এটাই সত্যি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছবি দেখে থ ! কিছুতেই মানতে পারছেন না এটা দেব ? কিন্তু এটাই সত্যি ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধুমকেতু’র জন্যই এরকম রূপ ধরেছেন দেব ৷ এই ছবিতেই দেবকে দেখা যাবে ৮২ বছরের এক বৃদ্ধ-র চরিত্রে ৷
advertisement

এর আগে দেব জানিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির জন্য প্রায় ৪০ কিলো মতো ওজন বাড়িয়েছেন দেব ৷ ‘ধুমকেতু’ ছবি দেবের কাছে নাকি একটা চ্যালেঞ্জ ৷

আসছে ইদেই মুক্তি পেতে চলেছে দেবের ‘চ্যাম্প’ ৷ এই ছবিতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে ৷ শুধু তাই নয়, চ্যাম্প ছবি দিয়েই ছবি প্রযোজনার

দায়িত্ব কাঁধে নিতে চলেছেন দেব ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধুমকেতু’ ছবির প্রযোজকও দেব নিজেই ৷ ছবিটি মুক্তি পেতে এবারের পুজোয় ৷

advertisement

দেব ট্যুইট করে লিখেছেন, ‘ধন্যবাদ সবাইকে ৷ এই কারণেই ধুমকেতু আমার কাছে খুব স্পেশাল ৷ ৮২ বছরের বৃদ্ধ সাজতে ৭ ঘণ্টা ধরে মেকআপ করতে হয়েছে ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাবতে পারছেন, ইনি আসলে দেব !