কিন্তু এই ভিডিওটি বেশ কিছু দিনের পুরনো। আর এই ভিডিওটি শেয়ার করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই ভিডিওটিটে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে হাতে ঝাঁটা নিয়ে ফ্লোর ঝাঁট দিতে দেখা যায়। ফ্লোর নোংরা ছিল দেখে নিজেই ঝাড়ু নিয়ে পরিস্কার করতে শুরু করে দেন। ভিডিওটির ক্যাপশন লেখেন, 'স্বচ্ছভারত অভিযানের নতুন অ্যাম্বাসাডর।'
advertisement
এবার এই ভিডিওটিকে ব্যবহার করছে অ্যাপ সমর্থকরা।
এই টিকটক ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সোনা যাচ্ছে কেজরিওয়াল জিন্দাবাদ স্লোগান। এই ভিডিওটিকে এমন ভাবে এডিট করে হয়েছে যে যখনই কেজরিওয়াল জিন্দাবাদ স্লোগান হচ্ছে তখনই হাসছেন ক্যাটরিনা।
আসল ঘটনাটি হল, ক্যাটরিনা কাইফ আজকাল ব্যস্ত আছেন তাঁর নতুন ছবির কাজ নিয়ে। কয়েকদিন আগেই জোয়া আখতারের বাড়িতে দেখা গিয়েছিল ক্যাট ও আলিয়াকে। তখন থেকেই বলিউডে একটাই গুঞ্জন তাহলে কি জোয়ার পরের ছবিতে একসঙ্গে দেখা যাবে ক্যাট ও আলিয়াকে। যদিও সে বিষয়ে এখনও কেউ কিছু জানাননি। তবে ক্যাটরিনা এখন ব্যস্ত 'সুরিয়াবংশি'র কাজ নিয়ে। সেই সেটেই ক্যাটকে সাদা পোশাক পরে হাতে ঝাঁটা নিয়ে ফ্লোর ঝাঁট দিতে দেখা যায়। ফ্লোর নোংরা ছিল দেখে নিজেই ঝাড়ু নিয়ে পরিস্কার করতে শুরু করে দেন।
তবে এখানেই শেষ নয়। ভিডিওটা তোলেন অক্ষয় কুমার। অক্ষয় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন এই ভিডিও। সেখানে তিনি লেখেন, 'স্বচ্ছভারত অভিযানের নতুন অ্যাম্বাসাডর।' এর পরেই ক্যাটের ভিডিও নিয়ে জ্বল্পনা শুরু হয়। তবে অক্ষয় ও ক্যাট একসঙ্গে শ্যুটিং করছিলেন। আর সেখানেই মজা করে এই ভিডিও তোলেন অক্ষয়।