পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, ‘কিছুদিন আগে সেন্সরে স্ক্রিনিংয়ের সময় বোর্ডের তরফ থেকে রাধা শব্দটিকে মিউট করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷’ ছবির আরেক পরিচালক অভিজিৎ গুহ জানান, ‘একটা শব্দ মিউট করা হলে, গানটির কোনও মানে থাকে না ৷ তাই আমরা পুরো লাইনটা বাদ দিয়ে নতুন করে গানচি শ্যুট করি ৷ আসলে সিনেমার মুক্তি সামনেই তাই আইনি ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম ৷’
advertisement
সিবিএফসি-র তরফ থেকে জানানো হয়, ‘এটা প্রাথমিক রুটিনের মধ্যেই পড়ে ৷ আমরা পরিচালককে বলেছিলেন শব্দটা এডিট করতে বা মিউট করতে ৷’
সোহম ও শুভশ্রী অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই ৷ ছবিটির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2017 7:43 PM IST