TRENDING:

কেমন ছিল দীপবীরের ব্যাচেলরেট পার্টি? এতদিন পর শেয়ার করলেন দীপিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইতালির লেক কোমোয় স্বপ্নের বিয়ে, দেশে ফিরে রাজকীয় সব রিসেপশন, ডান্স পার্টি সব ছবিই শেয়ার করেছেন রণবীর-দীপিকা৷ শুধু বাকি ছিল ব্যাচেলরেট পার্টির ছবি৷
advertisement

ঠিক কোথায় ব্যাচেলরেট পার্টি সেলিব্রেট করেছেন দীপবীর? কেমনই বা ছিল সেই পার্টি? কারা এসেছিলেন? এতদিন পর সেই সব প্রশ্নের উত্তর দিলেন দীপিকা৷

দীপিকা জানান, আলাদা করে ব্যাচেলর বা ব্যাচেলরেট পার্টি নয়৷ এক সপ্তাহের জন্য অরল্যান্ডো গিয়েছিলেন বহু দন্পতি৷ আর সেখানেই দারুণ এনজয় করেন তারা৷

অরল্যান্ডোতে রোলার কোস্টার রাইডের পর ইউনিভার্সাল স্টুডিওতে হলিউড রিপ রাইড রকিট আর তারপর ডিজনি অ্যানিমাল কিংডমে ভিআর এভেটার রাইড চড়েন তারা৷ কারণ পুরো বিষয়টার মধ্যেই শুধু উত্তেজনা চেয়েছিলেন তারা৷

advertisement

আর এই অভিনব সেলিব্রেশনের সবচেয়ে উপভোগ্য ছিল কী জানেন? দীপিকা জানান, ডিজনি অ্যানিমাল কিংডমে রাইড চড়ার জন্য আড়াই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়৷ আর সেটাই দারুণ এনজয় করেন তারা৷

দেখুন ডিজনিতে দীপবীরের ভিডিও,

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কেমন ছিল দীপবীরের ব্যাচেলরেট পার্টি? এতদিন পর শেয়ার করলেন দীপিকা