আরও পড়ুনঃ কবে বিয়ের পিঁড়িতে বসেছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু
সেই সাক্ষাৎকারে করণ তাঁর বলিউডে আসা, ভবিষ্যতের স্বপ্নের কথা এবং আরও অনেক জিনিস সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী অনন্যা পাণ্ডে তাঁর সঙ্গে র্যাপিড ফায়ার খেলেন। সেখানে অভিনেত্রী পরিচালককে প্রশ্ন করেন যে, তিনি বর্তমানে ড্রিমগার্ল ২-র প্রচার করছেন, তাই জানতে চান, পরিচালক শেষ কোন মহিলার স্বপ্ন দেখেছেন। উত্তরে করণ জোহর বলেন, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর সঙ্গে রানি মুখোপাধ্যায়ের দেখা হয়। তারপরেই তিনি অভিনেত্রীকে স্বপ্নে দেখেন।
advertisement
করণ স্বপ্নে দেখেন, একটি পাহাড়ের উপর তিনি হলুদ সোয়েটার আর রানি একটি শাড়ি পরে বসে তাঁদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন। করণ জোহারের ‘কাভি আলবিদা না কেহনা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো সফল ছবিতে কাজ করেন রানি। তাঁদের বন্ধুত্ব অনেক দিনের। রানিকে শেষ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে দেখা গিয়েছিল।