TRENDING:

বনশালিকে চড়, মুখ খুললেন দীপিকা, রণবীর ও শাহিদ

Last Updated:

বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা। হেনস্থা করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও।পরিচালককে বাঁচাতে শূন্যে গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষীরা। হামলার জেরে আপাতত বন্ধ রণবীর-দীপিকার হিস্টোরিক্যাল ড্রামা পদ্মাবতী।
advertisement

এই ঘটনার রীতিমতো তীব্র নিন্দা করেছেন বনশালির পদ্মাবতী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুর ৷

দীপিকা পাড়ুকোন ট্যুইট করে লিখলেন, ‘শুক্রবারে ঘটনায় আমি হতবাক ৷ খুব খারাপ লাগছে ৷ আমি কিছুতেই মেনে নিতে পারছি না৷’ ট্যুইটে দীপিকা আরও লেখেন, ‘আমি আপনাদের নিশ্চিন্ত করছি, পদ্মবতী ছবিতে কোনওরকম ইতিহাসকে বিকৃত করা হয়নি ৷ আপত্তিকর দৃশ্যও নেই ৷’

advertisement

দীপিকার মতোই, ঘটনার তীব্র নিন্দা করে রণবীর লিখলেন, ‘শুক্রবারের এই ঘটনা খারাপ ৷ রাজস্থানবাসী বুঝুন, পাশে থাকুন ৷ রাজপুতদের অনুভূতি সবটাই মাথায় রাখা হয়েছে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শাহিদ লিখেছেন, ‘খুব খারাপ ঘটনা ৷ প্রতিবাদের কোনও ভাষা নেই ৷ এই ধরণের ঘটনায় খুবই হতবাক হয়েছি ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বনশালিকে চড়, মুখ খুললেন দীপিকা, রণবীর ও শাহিদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল