পাশাপাশি বসে খেলা দেখছিলেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। সপরিবারে ম্যাচ দেখতে হাজির ছিলেন কিং খান। স্ত্রী গৌরি খান, মেয়ে সুহানা খান এবং দুই পুত্র আরিয়ান এবং আব্রাম খানের সঙ্গে গ্যালারিতে বসে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন শাহরুখ। সম্প্রতি ম্যাচের চলাকালীন দীপিকা পাডুকোনের একটি বিশেষ মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শাহরুখ থেকে আশা ভোঁসলে! ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গ্যালারিতে ভিড় বলি তারকাদের
advertisement
ম্যাচ চলাকালীন দীপিকা আর রণবীরকে দেখে এগিয়ে আসে শাহরুখ-পুত্র অ্যাব্রাম। আদর করে তাকে প্রথমে জড়িয়ে ধরেন রণবীর।
তারপর মিষ্টি হেসে খুদে আরিয়ানকে কাছে ডেকে নেন দীপিকা। জড়িয়ে ধরে আব্রামকে আদর করে দু’গালে চুমু খান অভিনেত্রী।
দীপিকা আর আব্রামের এই মিষ্টি ফ্রেমবন্দি হয়েছে। এই দৃশ্যের সঙ্গে জওয়ানের একটি দৃশ্যের মিল পেয়েছেন নেটনাগরিকরা। দীপিকা-আব্রামের মিষ্টি মুহূর্ত মন কেড়েছে সকলের। আব্রামের পরে সুহানাকেও জড়িয়ে ধরেন দীপিকা এবং রণবীর।